asd
Sunday, October 6, 2024

করোনার কারণে না হলো ফেরা…

– মোশারফ হোসেন মুন্না।

হচ্ছেনা ফেরা, করোনায় ঘেরা বলে, বিশ্ব
পথ পানে চেয়ে ছিলো তার ভক্ত, শিষ্য।
স্রষ্টার করুনা রোগের তাড়না পেলো, মুক্তি
বিশ্বের করোনা ঠেকানোর নেই কারো, শক্তি।
মন তো চাইছে, গাঁয়ে ফিরে আসতে কতটা
নিয়মের বাঁধা আজ পরে আছে পথে শতটা।
হয়তো দুমবে, করোনা কমবে সেই আশায়
মনকে দেশের নায়ে শান্তনাতে সে ভাসায়।
আসবে নিড়ে ফিরে, গাইবে নতুন সুরে, গান
আবারো গাইবে এন্ড্রোকিশোর, ভরাবে ভক্তের প্রাণ।।

বিশ্ব জুড়ে চলছে করোনার আতঙ্ক। আর সেই জন্য হলোনা ঘরে ফেরা এন্ড্রো কিশোরের। অর্ধবছর কাটাচ্ছেন সিঙ্গাপুরে। উন্নত দেশের উন্নত চিকিংসা হবে আশায় গিয়েছিলেন সিঙ্গাপুরে। আজ অনেকটা সুস্থ আছেন। আর চিন্তা করেছেন দেশে ফিরার। সেই মূহুর্তে করোনার আবিষ্কার বাংলাদেশেও শুরু। যদিও বাংলাদেশের করোনা এখনো নিয়ন্ত্রণে আছে। কিন্তু বাংলাদেশের ব্যাপরোয়া চলাফেরাতে মারাত্মক আকার ধারণ করার সম্ভাবনা আছে। এই মূহুর্তে দেশের কথা ভেবে। দেশের মানুষের কথা ভেবে চলে আসতে চাননা তিনি।
গুণী এই শিল্পীর পারিবারিক সূত্রে জানা গেছে, বিশ্বের এই পরিস্থিতিতে এন্ড্রু কিশোরকে এখনই দেশে ফিরতে নিষেধ করেছেন তার চিকিৎসক। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের লিম সুন থাইয়ের অধীনে এন্ড্রু কিশোরের চিকিৎসা চলছে। বর্তমানে চিকিৎসক লিম সুন থাই সিঙ্গাপুরে করোনাভাইরাস প্রতিরোধে কাজ করে যাচ্ছেন। তিনিই এন্ড্রু কিশোরকে এ পরিস্থিতিতে সিঙ্গাপুর ছাড়তে নিষেধ করেন। তার উপদেশ হলো, করোনা ভাইরাসের প্রকপ কমলেই দেশে ফিরবেন সবার প্রিয় শিল্পী। বর্তমানে ক্যান্সারের চিকিৎসা ছাড়াও শরীরের আরও কিছু চিকিৎসা করাচ্ছেন তিনি। তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে দেশে ফিরবেন এন্ড্রু কিশোর, কবে আবারও গান গাইবেন তিনি! শোনা যাচ্ছিল মার্চ মাসের শেষ সপ্তাহে দেশে ফিরবেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে এখনই দেশে ফেরা হচ্ছে না এন্ড্রু কিশোরের। আমরা তার সুস্থতা কামনা করি। সবার জীবন হোক করোনা মুক্ত।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles