asd
Friday, December 6, 2024

এ সপ্তাহের প্রিয় তারকা – বেলাল খান…

আমাদের দেশের সঙ্গীত তারকাদের অনেক অনেক মজার সব তথ্য বা তাদের পছন্দ, অপছন্দ নিয়ে প্রতি সপ্তাহে একজন তারকাকে তুলে ধরা হয় এই বিভাগে। আশাকরি আপনাদের পছন্দের প্রিয় তারকার এই সব তথ্য নিশ্চয়ই আপনাকে আন্দোলিত করবে বলে আমাদের বিশ্বাস। আসুন জেনে নেই এ সপ্তাহের প্রিয় তারকার সম্পর্কে –

নাম : বেলাল খান।
ডাক নাম : বেলাল।
ভক্তরা যে নামে ডাকে : বেলাল খান।
পিতার নাম : লুৎফর রহমান খান।
ভাই/বোন : দুই ভাই এক বোন।
পড়াশুনা : ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স।
পেশা : সঙ্গীত শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক।
প্রেম : অভিজ্ঞতা আছে।
বিয়ে, ছেলেমেয়ে : এক ছেলে এক মেয়ে। নওয়াফ এবং তাবিহা।
সঙ্গীতে কবে থেকে হাতেখড়ি : স্কুল লাইফ থেকে।
সঙ্গীতে আসার পেছনে কার অনুপ্রেরণা দোলা দেয় : বিচ্ছিন্নভাবে অনেকের তবে নিজের ইচ্ছা শক্তিটাই ছিল বেশি।
গান করি : পপ, মেলো, ফোক ইত্যাদি।
বাজাই : কিবোর্ড, গীটার অল্প অল্প।
জন্ম তারিখ : ২ জুলাই।
জন্ম স্হান : টাংগাইল সখিপুর।
রাশি : কর্কট।
প্রথম স্টেজ পারফর্ম : স্কুল ফাংশনে।
প্রথম এ্যালবাম : আলাপন।
এই পর্যন্ত এ্যালবামের সংখ্যা : একক এ্যালবাম 2 এবং বেশকিছু মিক্স এলবাম।
সর্ব প্রথম মিডিয়ার সামনে : একুশে টেলিভিশন।
নিজ ব্যান্ড বা নিজের প্রিয় গান : কেন রে চলে গাড়ি অচেনা স্টেশনে।
কোন পুরষ্কার : জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সিম্ফনি চ্যানেল আই, সিজেএফবি।
প্রিয় ব্যাক্তি : বাবা, মা,
প্রিয় ব্যাক্তিত্ত্ব : আব্দুস সবুর খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার শিক্ষক।
প্রিয় শখ : ভ্রমণ।
পছন্দের খাওয়া : মাছ, ডাল ও ভাত।
প্রিয় পোশাক : জিন্স প্যান্ট টি-শার্ট।
প্রিয় পারফিউম : ব্লু।
প্রিয় খেলা : ফুটবল
প্রিয় খেলোয়াড় : মেসি
প্রিয় বই (দেশ/বিদেশ): সোনালী কাবিন আল মাহমুদ।
চ্যানেলের প্রিয় অনুষ্ঠান : করণ উইথ কফি।

প্রিয় শিল্পী : (দেশে) – বাপ্পাদা।
প্রিয় শিল্পী : (বিদেশে) – ক্রিশ ব্রাউন।
প্রিয় ব্যান্ড : (দেশে) – মাইলস, নগর বাউল, নেমেসিস, চিরকুট, সানাম।
প্রিয় ব্যান্ড : (বিদেশে) – ঈগল।
প্রিয় মিউজিশিয়ান (দেশ/বিদেশ): ইমন চৌধুরি, এ আর রহমান।
প্রিয় অভিনেতা (দেশ/বিদেশ): আমির খান।
প্রিয় অভিনেত্রী (দেশ/বিদেশ): ববিতা।
প্রিয় গান : যেখানে সীমান্ত তোমার।
প্রিয় রং : সাদা।
প্রিয় ফুল : বেলী।
প্রিয় বেড়ানোর জায়গা : আমার জন্ম স্থান টাঙ্গাইল।
স্বপ্ন স্হান : কাশ্মীর।
আমার লক্ষ্য : ভালো মানুষ হিসেবে বিদায় নেয়া।
অপূর্ণ ইচ্ছা : নাই।
নতুনদের জন্য কোন উপদেশ : তাড়াহুড়ো না করা।
আমার দুঃখ : যদি আরো অনেক বেশি সময় পেতাম।
ভয় পাই : মিথ্যা।
এড়িয়ে চলি : তেলবাজদের।
আনন্দের স্মৃতি : মেট্রিক পাস এর খবর শুনে মায়ের আনন্দে কেঁদে ফেলা।
বেদনার স্মৃতি : স্কুল বন্ধু মিজান এর মৃত্যুর সংবাদ।
জীবনটা যেমন : সাদামাটা।
বিশেষ কৃতজ্ঞতা : বিভিন্ন সময়ে যারা আমাকে সবসময় সাপোর্ট দিয়েছে।
গর্ব হয় : আমি একজন বাংলাদেশী।
ভবিষ্যতে হবো : ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবি না।
ভক্তরা আমার সাথে যে ভাবে যোগাযোগ করবে : সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভ থাকি সেখানে যোগাযোগ করতে পারে।
প্রথমদিন স্টুডিওতে গান করার অনুভূতি : ভয় এবং ভালোলাগার মিশেল ছিল।
প্রিয় গানের দু’টি লাইন যা আপনাকে প্রেরনা বা দোলা দেয় : হায়রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে ঠুস।
সবচেয়ে ভালবাসি : যাদের কারনে আজ আমি বেলাল খান।
সবচেয়ে ঘৃনা করি : যারা নিজ প্রফেশনে অসৎ।
সবচেয়ে বড় বন্ধু : আমার স্ত্রী।
সবচেয়ে বড় শত্রু : যে কোন ব্যাপারে যারা না বুঝে না জেনে মন্তব্য করে।
আমার কাছে ভালবাসা : সেক্রিফাইস এর অপর নাম।
আমার কাছে সৌন্দর্য : প্রকৃতি।
দেশে আপনি কোন্ স্থানটি পছন্দ করেন কনসার্টের জন্য (শহরে/জেলা) : নিজ জেলা সখিপুর মহিলা কলেজ মাঠ।
যেসব দেশে কনসার্ট করেছেন এবং ঘুড়েছেন : আমেরিকা, ইটালি, দুবাই, মালেশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়া…।

তথ্য সংগ্রহ – ফাহমিদা আলম…
অলংকরন – মাসরিফ হক…

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles