asd
Wednesday, November 6, 2024

হাবিবের সুরে সালমার গান…

শাহরিয়ার সাকিব।
জীবনের চাকা কার কিভাবে কোথা থেকে শুরু হবে তা কেউ জানে না। তেমনি জানে না সেই চাকা কতক্ষণ চলবে এবং তাকে কোথায় নিয়ে যাবে। জীবন মানে একটা রহস্য। আর সেই রহস্য উদঘাটন করার জন্যই মানুষের পথ চলা। ব্যক্তিজীবনে পথ চলার মধ্য দিয়ে সফলতা অর্জন হয় আবার পথচলার মধ্য দিয়েই বিফলতা হয়। সবার জীবনে সফলতা আসবে আবার সবার জীবনে যে বিফলতা কাজ করবে এমনটি নয়। জীবনে বিফল হতে হলে কিছুই করতে হয় না কিন্তু সফলতা অর্জন করতে হলে অনেক কষ্ট করতে হয়। বিজয়ের মাসে উন্নীত হতে হলে অনেক ত্যাগ-তিতিক্ষা সহ্য করতে হয় তারপরে সেই অর্জন সফল হয়। বলছি লালন কন্যা মৌসুমী আক্তার সালমার কথা। ক্লোজআপ ওয়ান দিয়ে যার পথ চলা শুরু হয়েছিল। হয়তো গানের অডিশনে তিনি কখনো ভাবতে পারেননি মৌসুমী আক্তার সালমা একদিন দেশের স্বনামধন্য কণ্ঠশিল্পী হবেন। হয়তো গানের পিছনে তার শুরুটা ছিল কষ্টটা ছিল মন থেকে। তাই সে শ্রম এর প্রতিদানে আজ এতদূর চলে এসেছেন। সারা বছর জুড়ে দেশ সহ দেশের বাহিরে স্টেজ শো এর প্রোগ্রাম লেগেই আছে। তারপরও ফাঁকে ফাঁকে নতুন গানে কণ্ঠ দিয়েছেন। এবার জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও স্বনামধন্য জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদের সুরে প্রথমবারের মতো গানে কণ্ঠ দিচ্ছেন তিনি। তোমার অপেক্ষায় শিরোনামের গানটির কথা লিখেছেন অমিত কুমার এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন শিল্পী হাবিব ওয়াহিদ। তোমার অপেক্ষায়’ গানটির ভিডিও আগামী ১৬ই জানুয়ারি সন্ধ্যায় হাবিব ওয়াহিদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। এ ভিডিওতে সালমার সঙ্গে দেখা যাবে তরুণ মডেল ফারহানা প্রিয়াকে। সালমার অনেক দিনের ইচ্ছা ছিল হাবিব ওয়াহিদের সাথে একটা এ্যালবাম করার। তবে সেই ইচ্ছার কিছুটা হলেও পূরণ হয়েছে এই গানটির মাধ্যমে। এই গানটি করতে পেরে সালমা খুব উৎসাহ প্রকাশ করেছেন। বলেন আমার কাছে স্বপ্নের মতো মনে হয়েছে হাবিবের সাথে গান করা। যেটা ইচ্ছা ছিল তার কিছুটা হলেও পূরণ হয়েছে। হাবিব ওয়াহিদ তাকে নিয়ে একটা কাজ করার চিন্তা করেছিলেন যা এবার হয়েছে এবং তিনি বলেন গানটির মধ্যে একটি সামাজিকতার ব্যাপার আছে। হয়তো এখন তিনি এটা বলতে চাচ্ছেন না ভিডিওতে দেখা যাবে তার দৃশ্য। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন সাথে থাকুন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles