Saturday, April 20, 2024

শুরু হলো গানে গানে বাংলাদেশ প্রতিযোগিতা…

আমি গানের দেশের মানুষ হবো
এই আশা করে,
আপন ভূমি ছেড়ে এলাম
তোদের শহরে।
শিল্পী হয়ে গান শোনাবো
কণ্ঠে আমার সুর ছড়াবো
হাজার লোকের মন ভড়াবো।
সুরের মোহনায়,
তোরা কে কে গাবি গানে গানে বাংলাদেশ আয়।
সঙ্গীতাঙ্গনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুর, তাল আর লয় নিয়ে খেলা করে তারা, সঙ্গীতাঙ্গন ও সঙ্গীতের জন্য জন্ম নিয়েছে যারা। যাদের জন্ম হয়েছে সঙ্গীতের ঘরে, সঙ্গীতাঙ্গন কাজ করে তাদের তরে। আজীবন সঙ্গীতে ব্যায়িত জীবন নিয়ে যারা হয়ে গেছে বিদায়, সঙ্গীতাঙ্গন তাদের কখনো ভোলেনি ভুলবেনা যদিও তারা চির নিদ্রায়। সঙ্গীতাঙ্গনের সৃষ্টি কেবলই সঙ্গীতকে মাতৃস্নেহ দেওয়ার জন্য। সঙ্গীতের ছাঁয়া তলে যারা আজীবন সাধনা করে গেছেন তাদেরকে চিরস্মরণীয় করে রাখার জন্যই সঙ্গীতাঙ্গন। শুধু তাই নয় সঙ্গীতাঙ্গন সৃষ্টি করবে সঙ্গীতের নতুন নতুন প্রেমিক। দেশের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে আছে অনেক মেধাবী তরুণ-তরুণী যাদের কন্ঠ, গীতিকবিতা এবং সুরের অনেক মেধা থাকার পরেও তাদের মেধা বিকশিত করতে পারছেন না, শুধু সুযোগের অভাবে।

২৮ বছরের পথচলায় সঙ্গীতাঙ্গন এবার তাদের নিয়ে শুরু করেছেন প্রতিযোগিতামূলক আয়োজন “গানে গানে বাংলাদেশ”। সঙ্গীতাঙ্গন হয়তো কখনোই বুঝতো না সঙ্গীতাঙ্গনকে সঙ্গীতপ্রেমীরা কতটা বেশি ভালোবাসে। গানে গানে বাংলাদেশ দিয়ে প্রমাণ হয়েছে সে ভালবাসার গভীরতা। গানে গানে বাংলাদেশ এর আহবানে সাড়া দিয়েছেন দেশের সব জেলার তরুণ-তরুণীরা। গানে গানে বাংলাদেশের প্রথম অডিশনের প্রথম পর্বে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে থেকে কয়েকজনকে বিভিন্ন মিডিয়া ও প্রতিষ্ঠান সুযোগ দিয়েছেন গান করার জন্য। তাদের কপাল ভালো সঙ্গীতাঙ্গন এর ডাকে সাড়া দিয়েই তাদের কণ্ঠের ডাকে সাড়া পেয়েছে অল্প সময়ে।

দ্বিতীয় রাউন্ডে তারা টিকবে কিনা জানিনা কিন্তু গানের বাজারে তারা ঠিকই টিকে গেছেন। গানে গানে বাংলাদেশ তার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন এবং এতে সাড়া দিচ্ছেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গানের জন্য ছুটে আসা তরুণ-তরুণীরা। সঙ্গীত জগতে মেধাবীদের একটি ভালো প্ল্যাটফর্ম তৈরি করতে সঙ্গীতাঙ্গন কাজ করে যাচ্ছে এবং যাবেন। এই আয়োজনের মূল উদ্দেশ্য বছরে দুইটি প্রতিযোগিতার সেরাদের নিয়ে দুইটি এ্যালবাম প্রকাশনা ও মিউজিক ভিডিও প্রকাশনা। আজ ৭ ডিসেম্বর গানে গানে বাংলাদেশের প্রাথমিক অডিশন এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন ১৩ জন প্রতিযোগী। সকাল ৯টা, গানে গানে বাংলাদেশের পেজ থেকে লাইভে দেখতে পাবেন অনুষ্ঠানটি। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। এখনো যারা আপনাদের নিজেদের গান আপলোড করেননি। তাঁরা অনতিবিলম্বে নিজেদের গান আপলোড করে রেজিস্ট্রেশন করে নিন। সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সেই প্রত্যাশায় সঙ্গীতাঙ্গন।

https://www.facebook.com/ganeganebangladesh/videos/1456011907881136/
https://www.facebook.com/ganeganebangladesh/videos/761496877610694/
https://www.facebook.com/ganeganebangladesh/videos/3633713749979990/
https://www.facebook.com/ganeganebangladesh/videos/972103173171505/
https://www.facebook.com/ganeganebangladesh/videos/493190517959825/
https://www.facebook.com/ganeganebangladesh/videos/449526075963532/
https://www.facebook.com/ganeganebangladesh/videos/478204282821995/
https://www.facebook.com/ganeganebangladesh/videos/819600635160119/
https://www.facebook.com/ganeganebangladesh/videos/578965105981683/
https://www.facebook.com/ganeganebangladesh/videos/2536791003099197/
https://www.facebook.com/ganeganebangladesh/videos/749074375574252/
https://www.facebook.com/ganeganebangladesh/videos/506027546671062/
https://www.facebook.com/ganeganebangladesh/videos/2024204874349377/
https://www.facebook.com/ganeganebangladesh/videos/816795252097976/
https://www.facebook.com/ganeganebangladesh/videos/2456087477964502/
https://www.facebook.com/ganeganebangladesh/videos/759169361259780/

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles