শাহরিয়ার সাকিব ।
সবুজ-শ্যামলে ভরা এ দেশ আমার
লুটে নিয়েছিল হায়েনারা
সে দেশ রক্ষায় রুখে দাঁড়িয়ে
জীবন বাজি রেখেছিল যারা-
এমন কথার গানটির সুর-সঙ্গীতায়োজন করেছেন সদ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ। কিন্তু গানটি কন্ঠে তুলেছেন উপমহাদেশের সবচাইতে জনপ্রিয় সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। যার কণ্ঠে সবচাইতে বেশি দেশাত্মবোধক গান উঠেছে। এছাড়াও অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী গান উপহার দিয়েছেন গুণী এই শিল্পী। এই গানটি চয়নিকা চৌধুরী পরিচালিত পরিমনি ও সিয়াম অভিনীত সিনেমা বিশ্বসুন্দরীতে শুনবেন দর্শকরা। ডিসেম্বরে মুক্তি পাচ্ছে চয়নিকা চৌধুরী পরিচালিত ও পরীমনি-সিয়াম অভিনীত সিনেমা ‘বিশ্ব সুন্দরী’। সিনেমাটিতে থাকছে দ্বৈতকণ্ঠের একটি দেশাত্মবোধক গান। এটি সাবিনা ইয়াসমীনের সঙ্গে গেয়েছেন ক্লোজআপ তারকা পুলক অধিকারী। গানটি সম্পর্কে সাবিনা ইয়াসমিন বলেন, দেশাত্মবোধক গান আমি এর আগে অনেক করেছি। তাদের মধ্যে অন্যতম হলো, ‘সব ক’টা জানালা খুলে দাও না’, ‘সেই রেল লাইনের ধারে’, ‘জন্ম আমার ধন্য হলো মাগো’, ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’, ‘ও আমার বাংলা মা তোর’, ‘সুন্দর সুবর্ণ-তারুণ্য লাবন্য’, ‘ও মাঝি নাও ছাইড়া দে’সহ আরও অনেক। অনেক সিনেমাতেও আমার দেশাত্মবোধক গান ব্যবহার করা হয়েছে।
ফরিদ আহমেদ এর আগেও আমার অনেক দেশাত্মবোধক গান করেছেন। এবারও এই গানটি আমার জন্য করা হয়। গানের কথা এবং সুর দুটোই আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি আমার ভক্ত শ্রোতাদের ভালো লাগবে। তবে ফরিদ আহমেদের দেশাত্মবোধক আগের গান থেকে এবারের গানটা আমার কাছে মনে হয় একটু অন্যরকম এবং একটু বেশি ভালো লাগার। সাবিনা ইয়াসমিন দেশাত্মবোধক গানের জন্য তিনি অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। তার কন্ঠে দেশাত্মবোধক গান অবশ্যই ভালো লাগার এবং ভালো মানের হয়। এই গানটি তেমনি একটা গান যা ভালো লাগবে। ভাল থাকুন সুস্থ থাকুন সঙ্গীতাঙ্গন এর সাথে থাকুন বাংলা গান শুনুন বাংলার সংস্কৃতিকে জানুন।