asd
Thursday, December 5, 2024

সৌদি আরবের সুফি সম্মেলনে বাংলাদেশ ব্যান্ড সুফিয়ানা…

শাহরিয়ার সাকিব।

বিশ্বের প্রায় পঞ্চাশটি দেশের শিল্পীদের অংশগ্রহণে গতকাল থেকে শুরু হয়েছে সৌদি আরবে ওআইসির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক বিশেষ সুফি সম্মেলন। সবচেয়ে আনন্দের খবর হলো এই যে বাংলাদেশের সুফিয়ানা ব্যান্ড সেই সম্মেলনে অংশগ্রহণ করতে যাচ্ছে। অন্যান্য দিক থেকে বাংলাদেশ যেমন বিশ্বের কাছে পরিচিত নাম, তেমনি গানের মাধ্যমে বাংলাদেশকে চিনবে এবার পুরো বিশ্ব। বাংলাদেশের শিল্পীদের কন্ঠে গান হচ্ছে পৃথিবীর নানা দেশে। বাংলা গানকে বিশ্বের মাঝে ছড়িয়ে দিচ্ছে শিল্পীরা। তিন দিনের এই সুফি সম্মেলনের আজ দ্বিতীয় দিনে ওআইসি আন্তর্জাতিক সুফি সম্মেলনে পারফর্ম করবে বাংলাদেশী ব্যান্ড পারভেজ সাজ্জাদের ব্যান্ড ‘সুফিয়ানা’।
ওআইসি’র সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত এই সম্মেলনে সুফিয়ানা ছাড়াও বিশ্বের প্রায় ৫০টি দেশের শিল্পী অংশগ্রহণ করবে। ওআইসি’র অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন, সদস্য দেশগুলোর অংশগ্রহণে গতকাল থেকে সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে ‘ওআইসি আন্তর্জাতিক সুফি সম্মেলন ২০১৯’। তিন দিনের এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে পারভেজ সাজ্জাদের ব্যান্ড সুফিয়ানা। ‘বাউলিনিয়া’র দলনেতা ও ভোকাল পারভেজ সাজ্জাদ বলেন, এমন একটি আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আমরা অংশ নিচ্ছি-এটা সত্যিই অনেক আনন্দের বিষয়। চেষ্টা করব ভালো পরিবেশনার মাধ্যমে নিজেদের দেশকে তুলে ধরতে। সম্মেলনে আমরা চার-পাঁচওটি গান করব। পারভেজ ছাড়াও তাঁর ব্যান্ডে রয়েছেন – মিঠুন, শুভ, আল আমিন, বাবু , মোবারক, অনির্বাণ, নবীন। বাংলাদেশী ব্যান্ড সুফিয়ানা জন্য শুভকামনা রইল। বাংলাদেশের সুনাম অর্জনের জন্য তাদের যে প্রয়াস তাদের যে চেষ্টা তা সফল হোক।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles