asd

এ সপ্তাহের প্রিয় তারকা – আতিক হাসান…

আমাদের দেশের সঙ্গীত তারকাদের অনেক অনেক মজার সব তথ্য বা তাদের পছন্দ, অপছন্দ নিয়ে প্রতি সপ্তাহে একজন তারকাকে তুলে ধরা হয় এই বিভাগে। আশাকরি আপনাদের পছন্দের প্রিয় তারকার এই সব তথ্য নিশ্চয়ই আপনাকে আন্দোলিত করবে বলে আমাদের বিশ্বাস। আসুন জেনে নেই এ সপ্তাহের প্রিয় তারকার সম্পর্কে –

নাম : আতিক হাসান।
ডাক নাম : আতিক।
ভক্তরা যে নামে ডাকে : আতিক হাসান।
পিতার নাম : মোঃ রফিকুল ইসলাম।
ভাই/বোন : ১ভাই, ২বোন।
পড়াশুনা : মাস্টার্স।
পেশা : সঙ্গীত শিল্পী।
প্রেম : প্রেম করে বিয়ে।
বিয়ে, ছেলেমেয়ে : ১ছেলে ১মেয়ে।
সঙ্গীতে কবে থেকে হাতেখড়ি : ষষ্ঠ শ্রেণী থেকে।
সঙ্গীতে আসার পেছনে কার অনুপ্রেরণা দোলা দেয় : বন্ধুবান্ধব।
গান করি : আধুনিক।
বাজাই : হারমোনিয়াম।
জন্ম তারিখ : ১০ ফেব্রুয়ারী।
জন্ম স্হান : চট্টগ্রাম।
প্রথম স্টেজ পারফর্ম : ১৯৮৮।
প্রথম এ্যালবাম : সাত আসমান (মিক্সড)।
এই পর্যন্ত এ্যালবামের সংখ্যা : ১৪ টি একক এবং ১০০টি মিক্সড ও যৌথ(আনুমানিক)।
সর্ব প্রথম মিডিয়ার সামনে : ১৯৮৮।

নিজ ব্যান্ড বা নিজের প্রিয় গান : সেই তুমি।
প্রিয় ব্যাক্তি : বাবা ও মা।
প্রিয় ব্যাক্তিত্ত্ব : বাবা।
প্রিয় শখ : গান সংগ্ৰহ করা।
পছন্দের খাওয়া : ভুনাখিচুরি ও মাংস।
প্রিয় পোশাক : জিন্স ও টিশার্ট।
প্রিয় পারফিউম : ck red।
প্রিয় গাড়ি : বিএমডব্লিউ (BMW)।
প্রিয় খেলা : ফুটবল।
প্রিয় খেলোয়াড় : ম্যারাডোনা, মেসি।
প্রিয় বই (দেশ/বিদেশ): ত্রিরত্নের নৌবিহার।
প্রিয় পত্রিকা : অনেক।
প্রিয় ম্যাগাজিন : অনেক।
প্রিয় চ্যানেল : এশিয়ান টিভি, আর টিভি।
চ্যানেলের প্রিয় অনুষ্ঠান : এশিয়ান টিভি লাইভ, আর টিভি লাইভ।

প্রিয় শিল্পী : (দেশে) রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর।
প্রিয় শিল্পী : (বিদেশে) কিশোর কুমার, আশা ভোঁসলে, অরিজিৎ সিং।
প্রিয় ব্যান্ড : (দেশে) মাইলস।
প্রিয় ব্যান্ড : (বিদেশে) বনিএম।
প্রিয় মিউজিশিয়ান (দেশ/বিদেশ): অনেক।
প্রিয় অভিনেতা (দেশ/বিদেশ): রাজ্জাক, অমিতাভ বচ্চন, উত্তম কুমার।
প্রিয় অভিনেত্রী (দেশ/বিদেশ): ববিতা, সুচিত্রা সেন।
প্রিয় গান : আমি নেই ভাবতেই।
প্রিয় রং : সাদা।
প্রিয় ফুল : হাস্নাহেনা।
প্রিয় বেড়ানোর জায়গা : কক্সবাজার, রাঙ্গামাটি, দুবাই, মালয়শিয়া।
স্বপ্ন স্হান : জান্নাত।
আমার লক্ষ্য : শিল্পী হওয়া।
অপূর্ণ ইচ্ছা : কিশোর কুমারের সাথে একবার দেখা করা।
নতুনদের জন্য কোন উপদেশ : যারা গায়ক হতে চান তাদেরকে বলবো, অনেক অনেক গান শুনতে হবে, অনেক বেশী বেশী চর্চা করতে হবে।

আমার দুঃখ : মা, বাবাকে হারানো।
ভয় পাই : আল্লাহ।
এড়িয়ে চলি : মিথ্যা, নেশাদ্রব্য।
আনন্দের স্মৃতি : পুত্র সন্তান আরাফ এবং কন্যা সুহানার জন্ম।
বেদনার স্মৃতি : বাবা ও মায়ের মৃত্যু।
জীবনটা যেমন : খুব সুন্দর।
বিশেষ কৃতজ্ঞতা : স্ত্রী সোমা এবং জনাব এম এস আলম।
গর্ব হয় : বাচ্চারা ভালো কিছু করলে।
ভবিষ্যতে হবো : শিল্পী।
এখন যাদের সম্ভাবনা বলে মনে হয় : অনেকে।
ভক্তরা আমার সাথে যে ভাবে যোগাযোগ করবে : ফেসবুকে।
প্রিয় গানের দু’টি লাইন যা আপনাকে প্রেরনা বা দোলা দেয় : যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে।
সবচেয়ে ভালবাসি : স্ত্রী ও সন্তানদের।
সবচেয়ে ঘৃনা করি : মিথ্যা।
সবচেয়ে বড় বন্ধু : স্ত্রী।
সবচেয়ে বড় শত্রু : নাই।
আমার কাছে ভালবাসা : হৃদয়ের বন্ধন।
আমার কাছে সৌন্দর্য : আপেক্ষিক।
দেশে আপনি কোন্ স্থানটি পছন্দ করেন কনসার্টের জন্য (শহরে/জেলা) : ঢাকা।
যেসব দেশে কনসার্ট করেছেন এবং ঘুড়েছেন : ইউকে, মালেয়শিয়া, হংকং, দুবাই, ইন্ডিয়া এবং নেপাল।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles