asd
Thursday, September 12, 2024

বনের আগুন লণ্ডভণ্ড করে দিল মিউজিক ফেস্টিভালে…

– মোশারফ হোসেন মুন্না।

তিন দিনের মিউজিক ফেষ্টিভাল ধাওয়া খাওয়া আগুনের কবলে। ঘঠনাটি হয়েছে ক্রোয়েশিয়ায়। বিবিসি জরিপে বলেন, বনাঞ্চল থেকে আসা ভয়াবহ আগুনের কবলে পড়েছে সমুদ্র সৈকতের পাশে আয়োজিত একটি মিউজিক
ফেস্টিভাল। তিনদিনের এই হিপ-হপ মিউজিক ফেস্টিভালের প্রথম দিন ছিল ১৫জুলাই সোমবার। আগুন ছড়িয়ে পড়লে হাজারো মানুষ উৎসবস্থল ছাড়তে বাধ্য হয়। আগুন যেন তীব্র খিদায় যা পাচ্ছে জালিয়ে দিচ্ছে। ভয়াবহ
আগুনের সা সা করছে চারপাশ।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির জারখে নামক সমুদ্র সৈকতে ফেস্টিভালটি শুরু হওয়ার পর আগুনের কবলে পড়ে। সৈকত সংলগ্ন নোভালজা শহর থেকে উৎসবস্থলের রাস্তা আগুনের কারণে বন্ধ হয়ে যাওয়ায়
অনেক মানুষ হোটেলেও ফিরতে পারছেন না। মিউজিক ফেস্টিভালের আয়োজক কর্তৃপক্ষ বলছে, পুলিশ সদস্যদেরকে ধন্যবাদ কারণ তারা পাহাড়া দিয়ে নিরাপদে দর্শকদেরকে বাসের মাধ্যমে নিরাপদে সরিয়ে নেয়ার কাজ
করে। আগুন ছড়িয়ে পড়ার ওই সময়ে ব্রিটিশ র‌্যাপার স্টেফ্লন ডন এবং গায়ক ইযং বানে সঙ্গীত পরিবেশন করার প্রস্তুতি নিচ্ছিলেন। প্রস্তুতিই সমাপ্তি। আর হলোনা সঙ্গীতের আসর জমানো। তবে উৎসবের বাকি দুইদিনের
সূচি বাতিল করা হবে কিনা তা এখনও জানা যায়নি। আয়োজক কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, যাতে এটা ভালোভাবে সামলে নিয়ে পরিকল্পনা অনুযায়ী বাকি দিনগুলোর আয়োজন সফলভাবে করা যায় তার জন্য সর্বাত্মক
চেষ্টা করবে তারা।
সোমবার রাতে ব্রিটিশ র‌্যাপার নট৩এস (Not3s)-র ওই উৎসবে সঙ্গীত পরিবেশন করার কথা ছিল। তিনি নিজে টুইট করে এ কথা জানিয়েছেন। উৎসবে যোগ দেয়া দর্শকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ভিডিও ফুটেজ পোস্ট করেছে। তাতে দেখা যাচ্ছে, আয়োজন স্থলের পেছন দিয়ে মানুষ দৌঁড়ে পালাচ্ছে। যার যার জীবন বাঁচাতে সবাই পালাচ্ছে। বাকি দুই দিনের অনুষ্টান সফল ভাবে করার পরিকল্পনা আছে। সফল হোক তাদের কর্মসূচী।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles