Tuesday, March 12, 2024

এ সপ্তাহের প্রিয় তারকা – কামাল আহমেদ…

আমাদের দেশের সঙ্গীত তারকাদের অনেক অনেক মজার সব তথ্য বা তাদের পছন্দ, অপছন্দ নিয়ে প্রতি সপ্তাহে একজন তারকাকে তুলে ধরা হয় এই বিভাগে। আশাকরি আপনাদের পছন্দের প্রিয় তারকার এই সব তথ্য নিশ্চয়ই আপনাকে আন্দোলিত করবে বলে আমাদের বিশ্বাস। আসুন জেনে নেই এ সপ্তাহের প্রিয় তারকার সম্পর্কে –

নাম : কামাল আহমেদ।
ডাক নাম : কামাল।
ভক্তরা যে নামে ডাকে : কামাল ভাই।
পিতার নাম : কিয়াম উদ্দিন বিশ্বাস।
ভাই/বোন : ৬ ভাই এবং ৩ বোন।
পড়াশুনা : ঢাকা বিশ্ববিদ্যালয়।
পেশা : বাংলাদেশ বেতার (ডিরেক্টর)।
অন্যান্য যোগ্যতা : গান করা।
প্রেম : প্রেম ছাড়া জীবন হয় না।
বিয়ে, ছেলেমেয়ে : সহধর্মিনী সাইদা সাহিনা বানু, ছেলে আহমেদ রেজওয়ান প্রতিক এবং মেয়ে আহমেদ রেহনুমা প্রকৃতি।
সঙ্গীতে কবে থেকে হাতেখড়ি : ১৯৮৩ সালে ছায়ানট।
সঙ্গীতে আসার পেছনে কার অনুপ্রেরণা দোলা দেয় : নিজের পছন্দে।
গান করি : রবীন্দ্র-সঙ্গীত ও আধুনিক সঙ্গীত।
বাজাই : (যে যে যন্ত্র সঙ্গীত বাজাতে জানেন) হারমনিয়াম
জন্ম তারিখ : ১৯৬৫ সালে ৯ই সেপ্টেম্বর।
জন্ম স্হান : পাবনা।
প্রথম স্টেজ পারফর্ম : ছোট বেলাতে স্কুলে।
প্রথম এ্যালবাম : সাদা মেঘের ভেলা।
এই পর্যন্ত এ্যালবামের সংখ্যা : ১৪ টি একক, ১ টি মিক্সড।
সর্ব প্রথম মিডিয়ার সামনে : ১৯৮৫ তে।
কোন পুরষ্কার : সার্ক কালচারাল সোসাইটি এ্যাওয়ার্ড, ২০১০ এবং বঙ্গবন্ধু গবেষনা ফাউন্ডেশন পুরষ্কার ২০১৫।
প্রিয় ব্যাক্তি : রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রিয় শখ : গান শোনা।
পছন্দের খাওয়া : কাচ্চি বিরিয়ানী।
প্রিয় পোশাক : পাঞ্জাবি এবং পায়জামা।
প্রিয় গাড়ি : মার্সিটিজ বেঞ্জ।
প্রিয় খেলা : ক্রিকেট।
প্রিয় খেলোয়াড় : শচীন টেন্ডুল্কার।
প্রিয় বই (দেশ/বিদেশ): শেষের কবিতা।
প্রিয় পত্রিকা : ডেইলি স্টার এবং প্রথম আলো।
প্রিয় ম্যাগাজিন : দেশ ম্যাগাজিন।
প্রিয় চ্যানেল : ৭১ টেলিভিশন।
চ্যানেলের প্রিয় অনুষ্ঠান : মিউজিক বাজ এবং খবর।

প্রিয় শিল্পী : (দেশে) – রেজওয়ানা চৌধুরী বন্যা।
প্রিয় শল্পী : (বিদেশে) – চিন্ময় চট্টোপাধ্যায়।
প্রিয় ব্যান্ড : (দেশে) – রেনেসাঁ
প্রিয় ব্যান্ড : (বিদেশে) – লিনকিন পার্ক।
প্রিয় মিউজিশিয়ান : (দেশে) আলমাস আলী (মৃত)- বেহালা, (বিদেশে): দূরবাদল চট্টোপাধ্যায় – বেহালা।
প্রিয় অভিনেতা : (দেশে) আফজাল হোসেন, (বিদেশ): সৌমিত্র চট্টোপাধ্যায়।
প্রিয় অভিনেত্রী : (দেশে) জাকিয়া বারী মোমো, (বিদেশ): জেনিফার লোপেজ।
প্রিয় গান : রবীন্দ্র সঙ্গীত।
প্রিয় রং : আকাশী নীল।
প্রিয় ফুল : অপরাজিতা।
প্রিয় বেড়ানোর জায়গা : নিউজিল্যান্ড।
এড়িয়ে চলি : খারাপ মানুষ কে।
বেদনার স্মৃতি : মায়ের মৃত্যু।
জীবনটা যেমন : গানের ভেলা।
গর্ব হয় : বাংলদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন।
আবার জন্ম নিলে যা হতে চাইবো : এখন যেমন আছি আবার জন্ম নিলে তাই হতে চাই।
এখন যাদের সম্ভাবনা বলে মনে হয় : অনেক নতুনের মুখ।
ভক্তরা আমার সাথে যে ভাবে যোগাযোগ করবে : ফেসবুক।
প্রথমদিন স্টুডিওতে গান করার অনুভূতি : অসাধারণ একটা অনুভূতি।
প্রিয় গানের দু’টি লাইন যা আপনাকে প্রেরনা বা দোলা দেয় : আকাশ ভরা সূর্যটা…।
আমার কাছে ভালবাসা : সামনে যাবার শক্তি।
দেশে আপনি কোন্ স্থানটি পছন্দ করেন কনসার্টের জন্য (শহরে/জেলা) : যে কোন স্থান।
যেসব দেশে কনসার্ট করেছেন এবং ঘুড়েছেন : অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, জিম্বাবুয়ে, শ্রীলংকা, আবুধাবী, সৌদী আরব, ভারত, নেপাল।

তথ্য সংগ্রহ – ইফান আহমেদ…
অলংকরন – মাসরিফ হক…

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles