asd
Thursday, September 12, 2024

প্রত্যয় খান ও এনজে নয়নের কন্ঠে জুটি বাধলেন সুমি আক্তার…

– রেজাউল করিম।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ‘সহেনা’ ও ‘প্রেম আমার’ শিরোনামে শিল্পী সুমি আক্তারের দুটি গান ইউটিউবে মুক্তি পেয়েছে। প্লে মিউজিক প্রডাশনের ব্যানারে প্রথম গানে সুমি আক্তারের সাথে কণ্ঠ দিয়েছেন শিল্পী প্রত্যয় খান। মেহেদী হাসান লিমনের কথায় গানটির মিউজিক কম্পোজ ও টিউন করেছেন প্রত্যয় খান।
‘থেকো না দূরে সরে আর থেকো না, সহেনা মনে তো আর সহে না।…।’ চমৎকার কথামালায় রিদমিক ঘরানার গানটি প্লে মিউজিকের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি দেয়া হয়েছে।
মেলোডিয়াস ধাচের দ্বিতীয় গানটিতে সুমি আক্তারের সাথে কণ্ঠ দিয়েছেন তরুণ মিউজিক কম্পোজার ও শিল্পী এনজে নয়ন। গানটির মিউজিক ও টিউন করেছেন এনজে নয়ন। গানটির কথা লিখেছেন সুম্মিতা বিশ্বাস সাথী।
প্লে মিউজিক প্রডাকশনের ব্যানারে গানটি প্রযোজনা করেছেন শিল্পী সুমি আক্তার।
গানদ্বয় সম্পর্কে শিল্পী সুমি আক্তার বলেন, দুইটা দুই ধরনের গান। একটা মেলোডিয়াস আরেকটা রিদমিক গান। চমৎকার কথার গান দুটি গাইতে আমার খুব ভালো লেগেছে। তাছাড়া আমার সব ধরনের
গান গাইতে ভালো লাগে। আশা রাখি গান দুটি গানই দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles