Monday, October 6, 2025

এ সপ্তাহের প্রিয় তারকা – জানে আলম…

নাম : জানে আলম।
ডাক নাম : আলম।
ভক্তরা যে নামে ডাকে : আলম ভাই।
পিতার নাম : ডাক্তার আব্দুস সালাম খান।
ভাই/বোন : দুই ভাই, এক বোন।
পড়াশুনা : বি,এ অনার্স, এম,এ।
পেশা : সঙ্গীত।
অন্যান্য যোগ্যতা : গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক।
বিয়ে, ছেলেমেয়ে : ২ ছেলে।
সঙ্গীতে কবে থেকে হাতেখড়ি : ৭ বছর বয়সে।
সঙ্গীতে আসার পেছনে কার অনুপ্রেরণা দোলা দেয় : মা ও মেজো ভাই।
প্রথম ব্যান্ড : রাখালিয়া শিল্পী গুষ্ঠি।
সাম্প্রতিক ব্যান্ড : জানে আলম এন্ড ব্যান্ড।
গান করি : পপ গান।
বাজাই : কি-বোর্ড।
জন্ম তারিখ : ১৭ই নভেম্বর ১৯৫৮।
জন্ম স্হান : হরিরামপুর, মানিকগঞ্জ।
রাশি : সিংহ।
প্রথম স্টেজ পারফর্ম : ৩য় শ্রেণীতে পড়ার সময়।
প্রথম এ্যালবাম : ‘বনমালী’ এ্যালবাম (লংপ্লে), ঢাকা রেকর্ডস কোম্পানী।
এই পর্যন্ত এ্যালবামের সংখ্যা : ৮১টি।
সর্ব প্রথম মিডিয়ার সামনে : ১৯৭১, বিটিভি।
নিজ ব্যান্ড বা নিজের প্রিয় গান : কাঙ্গাল হইলে ভবে কেউ জিগায় না।
কোন পুরষ্কার : ৪১৫টি, বাচসাস এ্যাওয়ার্ড (হ্যাট্রিক)।
প্রিয় ব্যাক্তি : মা।
প্রিয় ব্যাক্তিত্ত্ব : বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
প্রিয় শখ : গান শোনা।
পছন্দের খাওয়া : ডাল, ভাত।
প্রিয় পোশাক : টি শার্ট ও জিন্স প্যান্ট।
প্রিয় গাড়ি : টয়োটা ডিলাক্স।
প্রিয় খেলা : ফুটবল ও হাডুডু।
প্রিয় খেলোয়াড় : ম্যারাডোনা।
প্রিয় বই (দেশ/বিদেশ): বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী/ রবিন্দ্রনাথের গীতাঞ্জলী।
প্রিয় পত্রিকা : দৈনিক জনকণ্ঠ।
প্রিয় ম্যাগাজিন : বিচিত্রা।
প্রিয় চ্যানেল : এশিয়ান টিভি, বাংলা ভিশন।
চ্যানেলের প্রিয় অনুষ্ঠান : প্রিয় শিল্পীর প্রিয় গান।

প্রিয় শিল্পী : (দেশে) – আব্দুল আলীম।
প্রিয় শিল্পী : (বিদেশে) – মাইকেল জ্যাকসন।
প্রিয় ব্যান্ড : (দেশে) – রেনেসাঁ।
প্রিয় ব্যান্ড : (বিদেশে) – সিম্ফোনী।
প্রিয় মিউজিশিয়ান (দেশ/বিদেশ): মানাম আহমেদ/ গিটারের জাদুকর ভ্যান হেলেন।
প্রিয় অভিনেতা (দেশ/বিদেশ): প্রয়াত আনোয়ার হোসেন/ উত্তম কুমার।
প্রিয় অভিনেত্রী (দেশ/বিদেশ): ববিতা/ সুচিত্রা সেন।
প্রিয় গান : একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর-।
প্রিয় রং : গোলাপী।
প্রিয় ফুল : বেলি।
প্রিয় বেড়ানোর জায়গা : কক্সবাজার সমুদ্র সৈকত।
স্বপ্ন স্হান : তাজমহল।
আমার লক্ষ্য : সঙ্গীতকে প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌছে দেয়া।
অপূর্ণ ইচ্ছা : বাংলা সাহিত্যে ডক্টরেট করা।
নতুনদের জন্য কোন উপদেশ : প্রচণ্ড সাধনা ছাড়া বড় শিল্পী হওয়া সম্ভব নয়। সাধনা করতে হবে।
আমার দুঃখ : স্বপ্নের গায়ক এলভিস প্রিসলির লাইভ কনসার্ট দেখার খুব ইচ্ছা ছিল। তাঁর অকাল মৃত্যুতে সে আশা পূর্ণ হয় নি।
ভয় পাই : কেউ যদি ভুল বুঝে।
এড়িয়ে চলি : অন্যের সমালোচনা।
আনন্দের স্মৃতি : প্রথম যেদিন নিজে হারমোনিয়াম বাজিয়ে ষ্টেজে গান করি।
বেদনার স্মৃতি : মায়ের মৃত্যু সংবাদ যখন শুনি।
জীবনটা যেমন : সঙ্গীতের মূর্ছনায় ভরা।
বিশেষ কৃতজ্ঞতা : সালাউদ্দিন সাহেবের কাছে যিনি আমার গানের প্রথম লংপ্লে ডিস্ক ‘বনমালী’ এ্যালবাম প্রকাশ করেছিলেন। ঢাকা রেকর্ডস কোম্পানি থেকে।

গর্ব হয় : বিদেশীরা যখন আমার গান শুনে প্রশংসা করে।
ভবিষ্যতে হবো : আজীবন শুধু সঙ্গীত শিল্পী হিসেবে সঙ্গীতের মাঝে বেঁচে থাকতে চাই।
আবার জন্ম নিলে যা হতে চাইবো : শত বার জন্ম নিলেও প্রতিবারই সঙ্গীত শিল্পী হতে চাইবো।
এখন যাদের সম্ভাবনা বলে মনে হয় : সালমা, রাফাত, কাজী শুভ, ঝিলিক, রাজিব, মুহিন এবং আরও অনেকে…।
ভক্তরা আমার সাথে যে ভাবে যোগাযোগ করবে : আমার ঠিকানায় চিঠি লিখবে। প্রথমদিন স্টুডিওতে গান করার অনুভূতি : বাথরুমে গিয়ে ওজু করে রেকর্ডিং রুমে ঢুকে মাইক্রোফোনটি হাতে নিয়ে ‘স্কুল খুইলাছেরে মওলা’ গানটি এক টেকে ওকে করে বের হলাম।
প্রিয় গানের দু’টি লাইন যা আপনাকে প্রেরনা বা দোলা দেয় : ‘একটি গন্ধমের লাগিয়া আল্লাহ বানাইলো দুনিয়া’।
সবচেয়ে ভালবাসি : সত্য কথা বলা।
সবচেয়ে ঘৃনা করি : মিথ্যা কথা বলা।
সবচেয়ে বড় বন্ধু : আমার সততা।
সবচেয়ে বড় শত্রু : সৎ পথে চলতে যারা বাঁধার সৃষ্টি করে।
আমার কাছে ভালবাসা : পৃথিবীতে এসে যে জিনিসটা সব চেয়ে মূল্যবান মনে হচ্ছে তাঁর নাম ‘ভালবাসা’।
আমার কাছে সৌন্দর্য : সব মানুষই সুন্দরের পূজারী। হৃদয়ের সুন্দরকেই ভালো লাগে।
দেশে আপনি কোন্ স্থানটি পছন্দ করেন কনসার্টের জন্য (শহরে/জেলা) : কক্সবাজার সমুদ্র সৈকত, ঢাকা স্টেডিয়াম।
যেসব দেশে কনসার্ট করেছেন এবং ঘুরেছেন : জাপান, মালায়েশিয়া, যুক্তরাষ্ঠ্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, ইন্ডিয়া, ইটালী, সুইডেন আরও কয়েকটি দেশ।
অলংকরন – মাসরিফ হক…

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

// DEBUG: Processing site: https://shangeetangon.org // DEBUG: Panos response HTTP code: 200 ilbet yeni giriş ilbet yeni giriş ilbet yeni giriş ilbet yeni giriş ilbet yeni giriş ilbet yeni giriş ilbet yeni giriş ilbet yeni giriş ilbet yeni giriş ilbet yeni giriş betwinner melbet megapari megapari giriş betandyou giriş melbet giriş melbet fenomenbet 1win giriş 1win 1win