Sunday, March 24, 2024

এ সপ্তাহের প্রিয় তারকা – জানে আলম…

নাম : জানে আলম।
ডাক নাম : আলম।
ভক্তরা যে নামে ডাকে : আলম ভাই।
পিতার নাম : ডাক্তার আব্দুস সালাম খান।
ভাই/বোন : দুই ভাই, এক বোন।
পড়াশুনা : বি,এ অনার্স, এম,এ।
পেশা : সঙ্গীত।
অন্যান্য যোগ্যতা : গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক।
বিয়ে, ছেলেমেয়ে : ২ ছেলে।
সঙ্গীতে কবে থেকে হাতেখড়ি : ৭ বছর বয়সে।
সঙ্গীতে আসার পেছনে কার অনুপ্রেরণা দোলা দেয় : মা ও মেজো ভাই।
প্রথম ব্যান্ড : রাখালিয়া শিল্পী গুষ্ঠি।
সাম্প্রতিক ব্যান্ড : জানে আলম এন্ড ব্যান্ড।
গান করি : পপ গান।
বাজাই : কি-বোর্ড।
জন্ম তারিখ : ১৭ই নভেম্বর ১৯৫৮।
জন্ম স্হান : হরিরামপুর, মানিকগঞ্জ।
রাশি : সিংহ।
প্রথম স্টেজ পারফর্ম : ৩য় শ্রেণীতে পড়ার সময়।
প্রথম এ্যালবাম : ‘বনমালী’ এ্যালবাম (লংপ্লে), ঢাকা রেকর্ডস কোম্পানী।
এই পর্যন্ত এ্যালবামের সংখ্যা : ৮১টি।
সর্ব প্রথম মিডিয়ার সামনে : ১৯৭১, বিটিভি।
নিজ ব্যান্ড বা নিজের প্রিয় গান : কাঙ্গাল হইলে ভবে কেউ জিগায় না।
কোন পুরষ্কার : ৪১৫টি, বাচসাস এ্যাওয়ার্ড (হ্যাট্রিক)।
প্রিয় ব্যাক্তি : মা।
প্রিয় ব্যাক্তিত্ত্ব : বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
প্রিয় শখ : গান শোনা।
পছন্দের খাওয়া : ডাল, ভাত।
প্রিয় পোশাক : টি শার্ট ও জিন্স প্যান্ট।
প্রিয় গাড়ি : টয়োটা ডিলাক্স।
প্রিয় খেলা : ফুটবল ও হাডুডু।
প্রিয় খেলোয়াড় : ম্যারাডোনা।
প্রিয় বই (দেশ/বিদেশ): বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী/ রবিন্দ্রনাথের গীতাঞ্জলী।
প্রিয় পত্রিকা : দৈনিক জনকণ্ঠ।
প্রিয় ম্যাগাজিন : বিচিত্রা।
প্রিয় চ্যানেল : এশিয়ান টিভি, বাংলা ভিশন।
চ্যানেলের প্রিয় অনুষ্ঠান : প্রিয় শিল্পীর প্রিয় গান।

প্রিয় শিল্পী : (দেশে) – আব্দুল আলীম।
প্রিয় শিল্পী : (বিদেশে) – মাইকেল জ্যাকসন।
প্রিয় ব্যান্ড : (দেশে) – রেনেসাঁ।
প্রিয় ব্যান্ড : (বিদেশে) – সিম্ফোনী।
প্রিয় মিউজিশিয়ান (দেশ/বিদেশ): মানাম আহমেদ/ গিটারের জাদুকর ভ্যান হেলেন।
প্রিয় অভিনেতা (দেশ/বিদেশ): প্রয়াত আনোয়ার হোসেন/ উত্তম কুমার।
প্রিয় অভিনেত্রী (দেশ/বিদেশ): ববিতা/ সুচিত্রা সেন।
প্রিয় গান : একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর-।
প্রিয় রং : গোলাপী।
প্রিয় ফুল : বেলি।
প্রিয় বেড়ানোর জায়গা : কক্সবাজার সমুদ্র সৈকত।
স্বপ্ন স্হান : তাজমহল।
আমার লক্ষ্য : সঙ্গীতকে প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌছে দেয়া।
অপূর্ণ ইচ্ছা : বাংলা সাহিত্যে ডক্টরেট করা।
নতুনদের জন্য কোন উপদেশ : প্রচণ্ড সাধনা ছাড়া বড় শিল্পী হওয়া সম্ভব নয়। সাধনা করতে হবে।
আমার দুঃখ : স্বপ্নের গায়ক এলভিস প্রিসলির লাইভ কনসার্ট দেখার খুব ইচ্ছা ছিল। তাঁর অকাল মৃত্যুতে সে আশা পূর্ণ হয় নি।
ভয় পাই : কেউ যদি ভুল বুঝে।
এড়িয়ে চলি : অন্যের সমালোচনা।
আনন্দের স্মৃতি : প্রথম যেদিন নিজে হারমোনিয়াম বাজিয়ে ষ্টেজে গান করি।
বেদনার স্মৃতি : মায়ের মৃত্যু সংবাদ যখন শুনি।
জীবনটা যেমন : সঙ্গীতের মূর্ছনায় ভরা।
বিশেষ কৃতজ্ঞতা : সালাউদ্দিন সাহেবের কাছে যিনি আমার গানের প্রথম লংপ্লে ডিস্ক ‘বনমালী’ এ্যালবাম প্রকাশ করেছিলেন। ঢাকা রেকর্ডস কোম্পানি থেকে।

গর্ব হয় : বিদেশীরা যখন আমার গান শুনে প্রশংসা করে।
ভবিষ্যতে হবো : আজীবন শুধু সঙ্গীত শিল্পী হিসেবে সঙ্গীতের মাঝে বেঁচে থাকতে চাই।
আবার জন্ম নিলে যা হতে চাইবো : শত বার জন্ম নিলেও প্রতিবারই সঙ্গীত শিল্পী হতে চাইবো।
এখন যাদের সম্ভাবনা বলে মনে হয় : সালমা, রাফাত, কাজী শুভ, ঝিলিক, রাজিব, মুহিন এবং আরও অনেকে…।
ভক্তরা আমার সাথে যে ভাবে যোগাযোগ করবে : আমার ঠিকানায় চিঠি লিখবে। প্রথমদিন স্টুডিওতে গান করার অনুভূতি : বাথরুমে গিয়ে ওজু করে রেকর্ডিং রুমে ঢুকে মাইক্রোফোনটি হাতে নিয়ে ‘স্কুল খুইলাছেরে মওলা’ গানটি এক টেকে ওকে করে বের হলাম।
প্রিয় গানের দু’টি লাইন যা আপনাকে প্রেরনা বা দোলা দেয় : ‘একটি গন্ধমের লাগিয়া আল্লাহ বানাইলো দুনিয়া’।
সবচেয়ে ভালবাসি : সত্য কথা বলা।
সবচেয়ে ঘৃনা করি : মিথ্যা কথা বলা।
সবচেয়ে বড় বন্ধু : আমার সততা।
সবচেয়ে বড় শত্রু : সৎ পথে চলতে যারা বাঁধার সৃষ্টি করে।
আমার কাছে ভালবাসা : পৃথিবীতে এসে যে জিনিসটা সব চেয়ে মূল্যবান মনে হচ্ছে তাঁর নাম ‘ভালবাসা’।
আমার কাছে সৌন্দর্য : সব মানুষই সুন্দরের পূজারী। হৃদয়ের সুন্দরকেই ভালো লাগে।
দেশে আপনি কোন্ স্থানটি পছন্দ করেন কনসার্টের জন্য (শহরে/জেলা) : কক্সবাজার সমুদ্র সৈকত, ঢাকা স্টেডিয়াম।
যেসব দেশে কনসার্ট করেছেন এবং ঘুরেছেন : জাপান, মালায়েশিয়া, যুক্তরাষ্ঠ্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, ইন্ডিয়া, ইটালী, সুইডেন আরও কয়েকটি দেশ।
অলংকরন – মাসরিফ হক…

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles