Saturday, March 23, 2024

যেদিন চক্ষু বন্ধ হইবে – মোঃ মোশারফ হোসেন মুন্না…

কথা ছাড়া গান তৈরী হয় না আবার বলা যায় গানে সুর ছাড়া কথা মূল্যহীন। দুটোই পরিপূরক। অন্যদিকে সুর ছাড়া কথা – কবিতার পর্যায়ও পড়ে। আমাদের এই বিভাগের আয়োজন গানের কথা বা লিরিকস। হাজার বছরের বাঙালীর ইতিহাসে, প্রেম ও সংগ্রামে বাংলা গান অপরিহার্য ভূমিকা রেখে এসেছে এবং ভবিষ্যতেও রাখবে। এই বিভাগের কোনো লিরিকস যদি কোনো সঙ্গীত শিল্পীর প্রয়োজনে আসে, তিনি সরাসরি গীতিকারের ফেসবুক এ্যাকাউন্টে যোগাযোগ করতে পারেন অথবা সঙ্গীতাঙ্গন এর সহযোগিতা নিতে পারেন। বিনা অনুমতি ছাড়া ব্যাবহার করা আইনতঃ দন্ডনীয়। ধন্যবাদ।

যেদিন চক্ষু বন্ধ হইবে…

– মোঃ মোশারফ হোসেন মুন্না…

যেদিন- চক্ষু বন্ধ হইবে তোমার
ছেড়ে যাবে প্রাণ পাখি,
বল-সেদিন তোমার থাকবে কি বাকি?
ওরে মন পাখি
সেদিন তোমার থাকবে কি বাকি?

টাকা-পয়সা বাড়ি-গাড়ী
সবই হবে পর,
খালি হাতে ছাড়তে হবে
আপন বাড়ি ঘর।
সেদিন সবাই তোমায় পর করিবে
দেবেরে ফাঁকি-
বলো-সেদিন তোমার থাকবে কি বাকি?

আট কুটুরি নয় দরজা
বন্ধ হবে সব,
পৃথিবীর কেউ থাকবেনা রে
থাকবে তোমার রব।
যেদিন পৃথিবীতে থাকবে শুধু তোমার
বাধানো ছবি
বলো-সেদিন তোমার থাকবে কি বাকি?

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles