asd
Friday, December 6, 2024

এ সপ্তাহের প্রিয় তারকা – পার্থ মজুমদার…

নাম : পার্থ মজুমদার।
ডাক নাম : বাপন।
ভক্তরা যে নামে ডাকে : দাদা, পার্থদা।
পিতার নাম : পণ্ডিত বারীন মজুমদার।
ভাই/বোন : দুই ভাই এক বোন।
পড়াশুনা : ব্যাচেলার অফ মিউজিক।
পেশা : সঙ্গীত।
বিয়ে, ছেলেমেয়ে : এক ছেলে।
সঙ্গীতে কবে থেকে হাতেখড়ি : ১৯৭২।
সঙ্গীতে আসার পেছনে কার অনুপ্রেরণা দোলা দেয় : বাবা, মা।
প্রথম ব্যান্ড : জুনিয়র পেন্থার, ইনসাইট, আর্ক।
সাম্প্রতিক ব্যান্ড : ধ্রুবতারা।
গান করি : স্বাচ্ছন্দে বা নিজের পছন্দ মত।
বাজাই : গিটার, কীবোর্ড এবং তবলা।
জন্ম তারিখ : ২৭ মার্চ।
জন্ম স্হান : ঢাকা।
রাশি : মেষ।
প্রথম স্টেজ পারফর্ম : ১৯৭২।
এই পর্যন্ত এ্যালবামের সংখ্যা : ৪৭টি।
সর্ব প্রথম মিডিয়ার সামনে : ১৯৭৬ সালে।
নিজ ব্যান্ড বা নিজের প্রিয় গান : ধ্রুবতারা।
প্রিয় ব্যাক্তি : বাবা।
প্রিয় ব্যাক্তিত্ত্ব : কামাল লোহানি কাকু।
প্রিয় শখ : গান শোনা।
পছন্দের খাওয়া : সাউথ ইন্ডিয়ান ফুড।
প্রিয় পোশাক : জিন্‌স এবং টি-শার্ট।
প্রিয় পারফিউম : ব্লুওয়াটার, হগো, আজ্জারো।
প্রিয় গাড়ি : ফোর্ড মাসটাং।
প্রিয় খেলা : ফুটবল
প্রিয় খেলোয়াড় : সকরেটিস।
প্রিয় বই (দেশ/বিদেশ): মহাভারত।
প্রিয় পত্রিকা : প্রথমআলো।
প্রিয় ম্যাগাজিন : গিটার ওয়ার্ল্ড এবং সঙ্গীতাঙ্গন।
প্রিয় চ্যানেল : ডিসকোভারি।
চ্যানেলের প্রিয় অনুষ্ঠান : রিভার মনস্টার।

প্রিয় শিল্পী : (দেশে) – সুবীর নন্দী।
প্রিয় শিল্পী : (বিদেশে) – স্টিং।
প্রিয় ব্যান্ড : (দেশে) – রেঁনেসা।
প্রিয় ব্যান্ড : (বিদেশে) – পিন্ক ফ্লয়েড।
প্রিয় মিউজিশিয়ান (দেশ/বিদেশ): স্টিং।
প্রিয় অভিনেতা (দেশ/বিদেশ): আনোয়ার হোসেন।
প্রিয় অভিনেত্রী (দেশ/বিদেশ): সূবর্না মোস্তফা, সোফিয়া লরেন।
প্রিয় গান : সারা রাত জেগে জেগে।
প্রিয় রং : নীল।
প্রিয় ফুল : বেলী।
প্রিয় বেড়ানোর জায়গা : বান্দরবোন।
স্বপ্ন স্হান : ভেনিস, ইটালি।
আমার লক্ষ্য : ভালর সঙ্গে থাকা এবং ভালো কাজ করা।
অপূর্ণ ইচ্ছা : দেশের জন্য কিছু করা।
আমার দুঃখ : মিউজিক ইন্ডাষ্ট্রির দুরবস্তা।
ভয় পাই : ইশ্বরকে আর নিজেকে।
এড়িয়ে চলি : অসুন্দর মানুষদের।
আনন্দের স্মৃতি : প্রথম স্টেজ শো।
বেদনার স্মৃতি : বাবা মাকে হারানো।
জীবনটা যেমন : আজকাল যুদ্ধ।
বিশেষ কৃতজ্ঞতা : ইশ্বর এবং বাবা, মা।
গর্ব হয় : (এ) নিজের পরিবারে জন্মে।
ভবিষ্যতে হবো : সত্যিকার শিল্পী।
আবার জন্ম নিলে যা হতে চাইবো : পিয়ানিষ্ট।
এখন যাদের সম্ভাবনা বলে মনে হয় : মুন, সজীব, সেতু, মাহাম।
ভক্তরা আমার সাথে যে ভাবে যোগাযোগ করবে : আমার স্টুডিও।
প্রথমদিন স্টুডিওতে গান করার অনুভূতি : খুব মজা হয়েছিল, কাজের কাজ কিছুই হয় নাই। তবে অনেক কিছু শিখেছিলাম, জানার শুরু ছিল।
প্রিয় গানের দু’টি লাইন যা আপনাকে প্রেরনা বা দোলা দেয় : আমি নাই আমি নাই, ভাবতেই ব্যাথায় ব্যাথায় মন ভরে যায়।
সবচেয়ে ভালবাসি : ইশ্বরকে আর যারা আমাকে ভালোবাসে।
সবচেয়ে ঘৃনা করি : নিচু মনের মানুষদের।
সবচেয়ে বড় বন্ধু : যে বিপদে পাশে থাকে।
সবচেয়ে বড় শত্রু : সামনে এক পিছনে আর এক।
আমার কাছে ভালবাসা : প্রার্থনা।
আমার কাছে সৌন্দর্য : ইশ্বরের আশির্বাদ।
দেশে আপনি কোন্ স্থানটি পছন্দ করেন কনসার্টের জন্য (শহরে/জেলা) : খুলনা, চট্টগ্রাম।
অলংকরন – মাসরিফ হক…

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles