asd
Thursday, September 12, 2024

আমি মরি নাই!…

– মোঃ মোশারফ হোসেন মুন্না।

দিনটি ছিল ২০১৭ সালের ১৭ জুন। অর্থহীন ব্যান্ডের শিল্পী সুমন ব্যাংককের স্যামিতিভেজ সুখুম্ভিত হাসপাতাল থেকে একটা অস্ত্রপ্রচার করে হোটেলে ফিরছিলেন। রাস্তা পার হতে গেলে একটি মাইক্রোবাস এসে তাকে ধাক্কা দিয়ে
ফেলে দেন। সুমন জ্ঞ্যান হারিয়ে ফেলে। এই দূ্র্ঘটনায় শিল্পী সুমনের মুখের চোয়াল ভেঙ্গে যায়। কানের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে প্রায় ১১ ঘন্টা অস্ত্রপ্রচার করেন। এর আগে তিনি ক্যান্সারসহ
নানা জটিলতায় ভুগছিলেন। প্রায় মাস খানেক তার কোন খোঁজ -খবর ছিল না। বন্ধু-বান্ধব, আত্বীয় স্বজন কারো সাথেই তেমন কোন যোগাযোগ ছিলনা। শরীরে অনেকগুলো অস্ত্রোপচারের পর আবার গান গাওয়ার স্বপ্ন দেখছেন জনপ্রিয় ব্যান্ড তারকা ও অর্থহীন ব্যান্ডের সুমন। ১লা নভেম্বর অর্থহীন ব্যান্ড সিডনি যাচ্ছে। সেখানে একটি কনসার্ট হবে। সেখানে অর্থহীনের ভোকাল এবং বেস প্লেয়ার সুমনও যাবেন এমনটাই তার ফেসবুক স্ট্যাটাস এ গত সোমবার রাতে সুমন লিখেন। এখানে তিনি লিখেছেন, অসুস্থ ছিলাম। সিঙ্গাপুর এবং ব্যাংককে আমার যেতে হয়েছিল। অনেকগুলো টেস্টের পর ডাক্তার আমার স্পাইনে আরেকটি ফাটল খুঁজে পায়। ২২ সেপ্টেম্বর আমার সার্জারি
হয়। ডাক্তার আমার স্পাইনে ৮টি স্ক্রু লাগিয়েছে। আমার স্পাইনে এখন মোট ১১টা স্ক্রু। সার্জারির সময় আমার কার্ডিয়াক অ্যাটাক হয়। সার্জারির দুই ঘণ্টা পর আমার লাঞ্চ কলাপ্স করে। ৩০ ঘণ্টা পর আমাকে আইসিইউ থেকে ওয়ার্ডে আনা হয়।

এক মাস পর ফেসবুকে ফিরে এসে তিনি লিখেছেন, ‘এখনো মরি নাই।’ আগামী দিনের পরিকল্পনা নিয়ে ‘বেসবাবা’ সুমন নামে পরিচিত এই তারকা লিখেছেন, নভেম্বর থেকে অর্থহীন নিয়মিত কনসার্ট করবে। এই ব্যাপারটা সবাইকে
জানানো দরকার। আমি এখন অনেকটা সুস্থ। এই ব্যান্ড তারকার জন্য সঙ্গীতাঙ্গন এর পক্ষ থেকে সুস্থ্য জীবন, প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles