asd
Tuesday, October 8, 2024

জিপি মিউজিক হট ২০…

– মোঃ মোশারফ হোসেন মুন্না।

গত সপ্তাহে জিপি মিউজিক ব্লকবাস্টার ঈদ অ্যানথেমস’-এর ২০টি হট গান নিয়ে সাজানো হয়েছিল হট ২০ লিস্ট। এ সপ্তাহে আবারও নতুন টপ চার্ট নিয়ে সাজানো হয়েছে জিপি মিউজিকের ননস্টপ ট্র্যাক। গান গুলো উপভোগ করতে স্ট্রিম করুন জিপি মিউজিক ননস্টপ ট্র্যাক। এসপ্তাহে প্রিয় শিল্পীর প্রিয় গান শুনে দর্শক ভোটের মাধ্যেমে যাদের নির্বাচন করেছেন তাদের তালিকার শির্ষে আছে তাহসান, আসিফ, পার্থ মজুমদার, পার্থ বড়ুয়া সহ আরো
অনেকে। হট ২০তে প্রথম স্থানে জনপ্রিয় শিল্পী তাহসান। গত সপ্তাহে তার গাওয়া, প্রার্থনার উপহার, গানটি তালিকার প্রথম স্থানে ছিল। এ সপ্তাহে তারই গাওয়া, অভিমান আমার, ট্র্যকটি প্রথম স্থানে আছে। ২য় স্থানে আছে
আসিফের গাওয়া সাদা আর লাল, ট্র্যকটি। তাহসানের বৃষ্টি এলে, ট্র্যকটি আছে ৩য় স্থানে। জনপ্রিয় শিল্পী পার্থ মজুমদার ও পার্থ বড়ুয়ার মন জানালা, ট্র্যাকটি আছে তালিকার ৪র্থ স্থানে। । হট ২০টির ৫ম স্থানে আছে তাহসানের
প্রার্থনার উপহার, যা ছিল গত সপ্তাহের প্রথম স্থানে। প্রিতম হাসানের এর গাওয়া কি আসায় যায়, ট্র্যাকটি স্থান পেয়েছে হট ২০র ৬তম জায়গায়। ৭তম স্থানে আছে বাপ্পা মজুমদার ও কোনালের ঘুম ঝড়ানো। মিনার রহমানের
বাড়াবাড়ি ট্র্যাকটি আছে ৮তম স্থানে। ৯তম স্থানে আছে তরুণ প্রজন্মের শিল্পী ইমরান ও শুভমিতার ভালোবাসি বলে। তালিকার ১০তম স্থানে আছে মাইলসের চাই তোমাকে। হট ২০টির ১১তম স্থান অর্জন করেছে তরুণ শিল্পী
মিনারের শপথ। আসিফ ও কর্ণিয়ার কি করে তোকে বুঝাই, ট্র্যাকটি হট ২০টির ১২তম স্থানে আছে। ১৩তম স্থানে আছে জনপ্রিয় গায়ক কুমার বিশ্ব জিৎ এর তোমায় ছাড়া ট্র্যকটি। কনার ও বেলাল খানের হুইশেল বাজেরে ট্র্যকটি
আছে ১৪তম স্থানে। আরেফিন রুমির পাগল হয়ে যাই, ট্র্যকটি আছে ১৫তম স্থানে। কি তোমার নাম, মিনারের ট্র্যকটি আছে হট ২০ এর ১৬ তম স্থানে। ১৭, ১৮, ১৯ ও ২০ তম স্থানে আছে মমতাজের ফিরবোনা আর ঘরে।
মিনার রহমানের অভিমান। বর্ণ ও জয় শাহরিয়ারের তুমি আমার বউ ও ইমরানের প্রিয় অভিমান।

জিপি এর হট ২০ তালিকায় ওঠে আসা গানের শিরোনাম ও শিল্পীর নাম এক নজরে—

১। অভিমান আমার- তাহসান।
২। সাদা আর লাল- আসিফ
৩। বৃষ্টি এলে- তাহসান।
৪। মন জানালা- পার্থ মজুমদার ও পার্থ বড়ুয়া।
৫। প্রার্থনার উপহার- তাহসান
৬। কি আসায় যায়- প্রিতম হাসান।
৭। ঘুম ঝড়ানো – বাপ্পা ও কোনাল
৮। বাড়াবাড়ি- মিনার
৯। ভালোবাসি বলে- ইমরান ও শুভমিতা
১০। চাই তোমাকে – মাইলস
১১। শপথ- মিনার
১২। কি করে তোকে বুঝাই- আসিফ ও কর্ণিয়া।
১৩। তোমায় ছাড়া- কুমার বিশ্ব জিৎ
১৪। হুইশেল বাজেরে- বেলাল খান।
১৫। পাগল হয়ে যাই- আরেফিন রুমি।
১৬। কি তোমার নাম- মিনার
১৭। ফিরবোনা আর ঘরে- মমতাজ।
১৮। অভিমান- মিজান
১৯। তুমি আমার বউ- বর্ণ ও জয় শাহরিয়ার।
২০। প্রিয় অভিমান- ইমরান।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles