জিপি বিলবোর্ড টপ ২০…

– মোঃ মোশারফ হোসেন মুন্না।

গত সপ্তাহের ৮ জুলাইয়ে জিপি মিউজিকে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া ট্র্যাক গুলো নিয়ে সাজানো হয়েছে জিপি মিউজিকের বিলবোর্ড টপ ২০। এই বিলবোর্ডে সবচেয়ে বেশি আলোচিত ট্র্যাকে উঠে এসেছে ইমরান, মিনার, তাহসান,
কনা, তানজীব সহ প্রিয় আর্টিস্টের দারুন সব গ্রামীণ ননস্টপ ট্র্যাক। এ সময়ের তরুণ জনপ্রিয় শিল্পী ইমরান ও ন্যান্সির ঠিক বেঠিক ট্র্যাকটি সবচেয়ে বেশি হিট হয়েছে। সবচেয়ে বেশী দর্শক এই গানটি উপভোগ করেছেন। তাই বিলবোর্ডে
নাম্বার ওয়ানে ওঠে এসেছে। তারপর জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসানের অপ্রাপ্তি শিরোনামের ট্র্যাকটি আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে আছে সাজিদ সরকার ফিচারিং মিনার রহমানের দুরে হারিয়ে। মাহাদী ও এলিটার
অনুভূতি গানটি বিলবোর্ড এর ৪র্থ স্থানে আছে। কনার ‘যায়না ভোলা’ আছে বিলবোর্ডের ৫ম স্থানে। আরেফিন রুমির পাগল হয়ে যাই গানটি ৬ নাম্বারে আছে। জনপ্রিয় দুই সঙ্গীত শিল্পী পার্থ মজুমদার ফিচারিং এস আই টুটুলের ‘তুই যে
আমার’ গানটি শ্রোতাপ্রিয় হয়েছে ৭ নাম্বারে। ‘বাংলাদেশ এগিয়ে যাও’ গানটি গেয়েছে নাওমি, মেহরাব ও ঐশী এই গানটি বিলবোর্ডের ৮ নাম্বারে দাড়িয়ে আছে। এই সময়ের জনপ্রিয় গায়িকা ঐশী গেয়েছেন ‘আলতো রাঙ্গা পায়’
এই গানটি দর্শক সাড়িতে নবম। ‘কেমন করে পত্র লিখিরে’ শিরোনামের গানটি গেয়েছে সায়রা রেজা, দশম স্থানে আছে গানটি। তাঞ্জিব সারওয়ারের ‘লজ্জাপতি’ গানটি ১১ নাম্বারে। তারপর সাড়িতে আছে প্রত্যয় খানের ‘সূতা কাটা ঘুড়ি’।
মিনার রহমানের ‘আবার’ শিরোনামের গানটি নিয়ে আছেন ১৩ নং স্থানে। ১৪ নং স্থানে আছে জয় শাহরিয়ারের গাওয়া ‘ভালোবাসার কোনো মানে নেই’। ফাহমিদা নবীর ‘মেঘ’ শিরোনামের গানটি ১৫তম স্থানে। বুশরা শাহরিয়ার
এর ‘উৎসবের বাংলাদেশ’, মিনারের ‘আলো নেই আলোতে’, প্রিতম হাসানের ‘যাদুকর’, ঐশীর ‘দে দে পাল তুলে দে’ গান গুলো আছে যথাক্রমে ১৬,১৭,১৮,১৯ নাম্বার স্থান করে নিয়েছে। এবং সর্বশেষ ২০ নাম্বার গানটি হলো
অনিতা ও বেলাল খানের ‘জলের শরীর’। সব দর্শক প্রিয় গান থেকে বেছে বেছে সবচেয়ে বেশী দর্শক যে গানগুলো শুনেছে সেই গান গুলো দিয়ে সাজানো জিপি মিউজিকের বিলবোর্ড টপ ২০ ননস্টপ।

১। ইমরান ও ন্যান্সি – ঠিক বেঠিক
২। তাহসান – অপ্রাপ্তি
৩। সাজিদ সরকার ফিচারিং মিনার রহমান – দূরে হারিয়ে
৪। মাহাদি ও এলিটা – অনুভূতি
৫। কনা – যায়না ভোলা
৬। আরেফিন রুমি – পাগল হয়ে যাই
৭। পার্থ মজুমদার ফিচারিং এস আই টুটুল – তুই যে আমার
৮। নাওমি, মেহরাব ও ঐশী – বাংলাদেশ এগিয়ে যাও
৯। ঐশী – আলতো রাঙ্গা পায়ে
১০। সায়রা রেজা – কেমন করে পত্র লিখিরে
১১। তাঞ্জিব সারওয়ার – লজ্জাবতী
১২। প্রত্যয় খান – সূত কাঁটা ঘুড়ি
১৩। মিনার রহমান – আবার
১৪। জয় শাহরিয়ার – ভালবাসার কোন মানি নেই
১৫। ফাহমিদা নবী – মেঘ
১৬। বুশরা শাহরিয়ার – উৎসবের বাংলাদেশ
১৭। মিনার – আলো নেই আলোতে
১৮। প্রিতম হাসান – জাদুকর
১৯। ঐশী – দে দে পাল তুলে দে
২০। অনিতা ও বেলাল – জলের শরীর।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles