asd
Saturday, September 28, 2024

গানে গানে পরিবর্তন কে পরিবর্তন…

– মোঃ মোশারফ হোসেন মুন্না।

আনজাম মাসুদের জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন এর ঈদের বিশেষ পর্ব প্রচার হবে ঈদের ৩য় দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর। এবারের পর্বে প্রতিটি সেগমেন্টেই থাকছে ঈদের বিশেষ বিশেষ চমক। এবারের পরিবর্তনের জন্য ফয়সাল রাব্বীকীন এর কথায় আরফিন রুমির সুর ও সঙ্গীতে একটি গান গেয়েছেন এই সময়ের দুই জনপ্রিয় সঙ্গীতশিল্পী আরফিন রুমি ও সালমা। এই প্রথম জনপ্রিয় এই দুই শিল্পী একসাথে কোন টেলিভিশন অনুষ্ঠানে গান গাইলেন। জনপ্রিয় সঙ্গীতশিল্পী ঐশী ও কর্ণিয়ার পরিবেশনায় থাকছে বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের কথা ও সুর করা বহুল শ্রোতাপ্রিয় গান ‘রঙের দুনিয়া আমি চাই না’। এ গানটিতেও নতুন করে সঙ্গীতায়োজন করেছেন আরফিন রুমি। এটা ঐশী ও কর্ণিয়ার নতুন অভিজ্ঞতা। এই প্রথম ঐশী এবং কর্ণিয়া কোন টেলিভিশন অনুষ্ঠানে একসাথে গান গাইলেন। নতুনভাবে করা জনপ্রিয় এই গানটি আবারও শ্রোতামহলে ঝড় তুলবে বলে আশাবাদী সবাই। এছাও রয়েছে নৃত্যভূমির নৃত্যশিল্পীবৃন্দ নৃত্য পরিবেশনা। নাচটির মিউজিক কম্পোজিশন করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন।

বাঁশি বিষয়ক জনপ্রিয় দুটি গানের সাথে ২৫ জন সহশিল্পী নিয়ে এবারের পরিবর্তনে নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ। দুটি নাচেরই নৃত্য পরিচালনায় রয়েছেন ইভান শাহরিয়ার সোহাগ। পরিবর্তনের উপস্থিত দর্শকদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক নিয়ে করা সিনেমা নাটক ও মডেলিং বিষয়ক দর্শক প্রতিযোগিতা পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনয়শিল্পী আহসান হাবীব নাসিম, তানভিন সুইটি এবং জনপ্রিয় উপস্থাপক খন্দকার ইসমাইল। পরিবর্তনের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles