asd
Sunday, October 6, 2024

প্রীতম হাসান এবার যাদুকর…

– মোঃ মোশারফ হোসেন মুন্না।

শিল্পী মনের আকুতি, কখন কোথায় যায় তা কেউ যানে কি? গানে গানে কখনো আকাশে ভেসে বেরায় পাখী হয়ে। কখনো স্বপ্ন বুনে মঙ্গল গ্রহে বসবাসের। কখনো ভালোবাসার রাজ্যে রাজার আসনে বসে, কখনো আবার বিমলিন চিত্তে যাযাবর হয়ে কষ্টের নদীতে সাতার কাটে, বিশ্বাদের গন্ধে কখনো বা মৃত্যু খোঁজে, আবার মনে ব্যথা মনে নিয়ে গোপনে কাদেঁ। কিন্তু এসময়ের জনপ্রিয় কন্ঠ শিল্পী প্রীতম হাসান সাজলো এবার যাদুকর।

এবার প্রীতমকে গানের ভিডিওতে জাদুকর বেশে দেখা যাবে। এ প্রজন্মের মেধাবী সংগীত পরিচালক প্রীতম হাসান। এ গানটির অডিও প্রকাশ হয়েছিল বেশ আগে। প্রীতম হাসানের একক কণ্ঠের গানটি এবার আসছে মিউজিক্যাল মুভি হয়ে। রাকিব হাসান রাহুলের লেখা প্রীতমের এ গানের ভিডিওতে তার সঙ্গে অংশ নিয়েছেন প্রজন্মের আরেক জনপ্রিয় মুখ শাহতাজ। পাশাপাশি অংশ নিয়েছেন আরো অনেক অভিনেতা-অভিনেত্রী। ভিডিওটি তৈরি হয়েছে রাজকন্যা ও আগন্তুকের গল্প নিয়ে। তানিম রহমান অংশুর পরিচালনায় সেই ভিডিও তৈরি করতে সময় লেগেছে প্রায় ১৫ দিন। নারায়ণগঞ্জের পানাম সিটি, পুরান ঢাকা এবং উত্তরার বিভিন্ন লোকেশনে এতটা সময় নিয়েই নান্দনিক ও ব্যয়বহুল সেট ফেলে তৈরি হয়েছে জাদুকরের ভিডিও। ঈদুল ফিতর উপলক্ষে এই গানের ভিডিও মুক্তি পাবে গানচিল মিউজিকের নিজস্ব ইউটিউব চ্যানেলে। ঈদকে আরো মননশীল করতে এবারের ভিডিওটি দর্শকের উপভোগ্যের বিষয় হবে। ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞ্যাপন করছি সঙ্গীতাঙ্গন এর পক্ষ থেকে।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles