asd
Friday, September 13, 2024

অল রাউন্ডার তাহসানের সাথে পূজা…

– মোঃ মোশারফ হোসেন মুন্না।

বর্তমান সময়ের অল রাউন্ডার তাহসান। শ্রোতামহলে শুধু গায়ক না, জনপ্রিয় অভিনেতাও তিনি। গান এবং অভিনয় দু’টোই শ্রোতা মনে স্থান করে নিয়েছে। গান এবং অভিনয়ের মাধ্যেমে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান তার। আসছে ঈদে গান ও অভিনয়- দু’টোতেই থাকছেন তিনি।

অন্যদিকে চ্যানেল আই সেরাকণ্ঠের প্রতিযোগিতার মাধ্যমে গানের জগতে যার পর্দাপন, যার কন্ঠের মাধুর্যে গান গুলো ভালো লাগার আসন খুঁজে পায় সেই জনপ্রিয় গায়িকা বাঁধন সরকার পূজা দ্বিতীয় বারের মতো গাইবেন তাহসানের সাথে। এর আগে তাহসান ও পূজার কণ্ঠে ‘অনুভবে তুমি’ গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। গানটির ভিডিওতেও এই দুই তারকা প্রশংসা কুড়িয়েছিল।

সম্প্রতি ‘একটাই তুমি’ গানে কণ্ঠ দিয়েছেন এ দুই তারকা। গানের কথা লিখেছেন সোমেশ্বর অলি। আর সুর ও সঙ্গীতায়োজন করেছেন সাজিদ সরকার। গানটি প্রসঙ্গে তাহসান বলেন, পূজার সঙ্গে এটি আমার দ্বিতীয় গান। প্রথম গান ‘অনুভবে তুমি’ বেশ পছন্দ করেছিলেন শ্রোতারা। তারই রেশ ধরে বর্তমানের এ গানটি করা। অন্য রকম সুর-সঙ্গীতে সাজানো হয়েছে গানটি। তাহসানের বিশ্বাস গানটি ভালো লাগবে সবার। পূজা এ বিষয়ে বলেন, তাহসান ভাই আমার প্রিয় শিল্পীদের একজন। তার সঙ্গে আমার গাওয়া প্রথম গানটি শ্রোতারা গ্রহণ করেছিলেন। এবার ‘একটাই তুমি কারণ’ শিরোনামের গানটি করলাম। বেশ ভালো একটি গান করেছি, আশা করছি ভালো লাগবে সবার। জানা গেছে, এ গানটির একটি বড় আয়োজনে ভিডিও করা হবে সামনে। রোজার ঈদের পর এ গানটির ভিডিও আকারে প্রকাশ হবে।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles