– ফাহমিদা আলম প্রিয়াঙ্কা।
একটি কণ্ঠ যার ছন্দে দেশের সঙ্গীতপ্রিয় মানুষের মন দোলে। কিছু গান যা মানুষকে হতাশার গ্লানি থেকে সৌন্দর্যে জাগিয়ে তোলে তেমনি দীর্ঘতেজের কণ্ঠশিল্পী ব্ল্যাক ডায়মন্ড খ্যাত স্বনামধন্য সঙ্গীতশিল্পী বেবী নাজনীন। গানের রাজ্যে তার সুর সাফল্য লাভ অনেক।
এবার আসন্ন ঈদ-উল ফিতরে বেবী নাজনীর এর কণ্ঠে থাকছে নতুন সলো এ্যালব্যাম ‘দুটি মনে এক প্রাণ’। এই এ্যালব্যামে মোট ৮টি গান রয়েছে। গানগুলো হলো, বন্ধু তোমার চিঠি – কথা : সজীব চৌধুরী ও সুর – সঙ্গীত :বাপ্পা মজুমদার, আগে যদি জানতাম – কথা: কাজী ফারুক বাবুল ও সুর-সঙ্গীত: শেখ সাদী খান, শুধু একবার – কথা: দেলোয়ার আরজুদা শরীফ ও সুর-সঙ্গীত: মান্নান মোহাম্মদ, দেবোনা ভেবেছি – কথা: জুলফিকার রাসেল ও সুর-সঙ্গীত বাপ্পা মজুমদার, তোমার দিলে কি – কথা: কাজী ফারুক বাবুল ও সুর-সঙ্গীত: শেখ সাদী খান, দখিনা বাতাসে – কথা: কবির বকুল ও সুর-সঙ্গীত মান্নান মোহাম্মদ, কত রাত জেগে – কথা : সুজাত কবির ও সুর-সঙ্গীত: আরমান খান, দেহ খাঁচা ভাঙিয়া – কথা : কাজী ফারুক বাবুল ও সুর-সঙ্গীত: শেখ সাদী খান।
চমৎকার এই গান গুলো প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতার ইউটিউব চ্যানেলে অডিও ভিডিওতে প্রকাশ হয়েছে। বেবী নাজনীন দেশের সঙ্গীতজ্ঞদের কাছে অনেক গুণী একজন সঙ্গীতশিল্পী এবং শ্রোতাদের প্রাণের শিল্পী।