Friday, March 22, 2024

এ সপ্তাহের প্রিয় তারকা – মোহাম্মাদ আলি…

আমাদের দেশের সঙ্গীত তারকাদের অনেক অনেক মজার সব তথ্য বা তাদের পছন্দ, অপছন্দ নিয়ে তারকাদের তুলে ধরা হয় এই বিভাগে। আশাকরি আপনাদের পছন্দের প্রিয় তারকার এই সব তথ্য নিশ্চয়ই আপনাকে আন্দোলিত করবে বলে আমাদের বিশ্বাস। আসুন জেনে নেই এ সপ্তাহের প্রিয় তারকার সম্পর্কে –

নাম : মোহাম্মাদ আলি।
ডাক নাম : সুমন।
ভক্তরা যে নামে ডাকে : সুমন।
পিতার নাম : মোহাম্মাদ আব্দুস সালাম।
ভাই/বোন : দুই ভাই ও পাঁচ বোন। বোন : রেবেকা সুলতানা, রেহানা সুলতানা, আবিদা সুলতানা, সালমা সুলতানা, জাকিয়া সুলতানা ও ভাই শওকত আলি।
পড়াশুনা : এম কম।
পেশা : জেনারেল ম্যানেজার – এশিয়ান হলিডেস।
অন্যান্য যোগ্যতা : প্রধান গায়ক – পেন্টাগন।
প্রেম : আমার স্ত্রী-র সাথে।
বিয়ে, ছেলেমেয়ে : স্ত্রী – নিগাত রিয়াজ সাকি, ছেলে – নাফিউস সালাম ইয়ানি, মেয়ে – লুবাইনা আফনান।
সঙ্গীতে কবে থেকে হাতেখড়ি : ৪ বছর বয়স থেকে।
সঙ্গীতে আসার পেছনে কার অনুপ্রেরণা দোলা দেয় : আমার গোটা পরিবার থেকে।
প্রথম ব্যান্ড : স্করচার।
সাম্প্রতিক ব্যান্ড : পেন্টাগন।
গান করি : আধুনিক।
বাজাই : (যে যে যন্ত্র সঙ্গীত বাজাতে জানেন) অ্যাকোস্টিক গিটার, ড্রাম-পারকিউসনস, তবলা, হারমোনিকা।
জন্ম তারিখ : জুলাই, ০৩।
জন্ম স্হান : ঢাকা।
রাশি : কর্কট।
প্রথম স্টেজ পারফর্ম : ১৯৮৪, আমার প্রথম ব্যান্ড স্করসের সাথে।
প্রথম এ্যালবাম : সেই তুমি।
এই পর্যন্ত এ্যালবামের সংখ্যা : ২টি।
সর্ব প্রথম মিডিয়ার সামনে : ৩ বছর বয়সে।
নিজ ব্যান্ড বা নিজের প্রিয় গান : তোমায়, ফিরে আয়, সন্ধ্যা আকাশে, ইউর অনার এবং আরও অনেক…।

কোন পুরষ্কার : ২০১৫-তে আরটিভি রেটিং এ সেরা ব্যান্ড।
প্রিয় ব্যাক্তি : রফিকুল আলম, আমার দুলাভাই।
প্রিয় ব্যাক্তিত্ত্ব : বাবা।
প্রিয় শখ : আমার ব্যান্ডের সাথে জ্যামিং।
পছন্দের খাওয়া : রেশমি কাবাব।
প্রিয় পোশাক : কালো ক্যাপ, কালো পোলো টি শার্টের সাথে জিন্স এবং বুট।
প্রিয় পারফিউম : রালফ লরেন নটোরিয়াস।
প্রিয় গাড়ি : MAY BACH EXELERO 2005
প্রিয় খেলা : ব্যাডমিন্টন, ক্রিকেট।
প্রিয় খেলোয়াড় : এবি দে ভিলিয়ার্স – সাউথ এ্যাফ্রিক্যান ব্যাটসম্যান।
প্রিয় বই (দেশ/বিদেশ): চোখের বালি – রবিন্দ্রানাথ ঠাকুর।
প্রিয় পত্রিকা : প্রথম আলো।
প্রিয় ম্যাগাজিন : সঙ্গীতাঙ্গন, উন্মাদ, রিডার্স ডাইজেস্ট।
প্রিয় চ্যানেল : সব টিভি চ্যানেল।
চ্যানেলের প্রিয় অনুষ্ঠান : লাইভ শো।
প্রিয় শিল্পী : (দেশে) – রফিকুল আলম, আবিদা সুলতানা, সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী, শাহনাজ রহমতুল্লাহ, সামিনা চৌধুরী, মিতালী মুখার্জী।
প্রিয় শিল্পী : (বিদেশে) – ব্রায়ান অ্যাডামস, বিলি জোল, পল ম্যাকার্টনি, মাইকেল জাকসন, এ্যারোস্মিথ, বব মার্লে, জন কুগার, জর্জ হ্যারিসন।
প্রিয় ব্যান্ড : (দেশে) – ফিডব্যাক, এল আর বি, নগর বাউল, রেনেসাঁ।
প্রিয় ব্যান্ড : (বিদেশে) – ভেন হেলেন, বি জিস, বিটিলস, ইউ টু, এলেন পারসনস প্রজেক্ট, পিঙ্ক ফ্লয়েড।
প্রিয় মিউজিশিয়ান (দেশ/বিদেশ): আইয়ুব বাচ্চু, নকীব খান, ফুয়াদ নাসের বাবু, পিলু খান, হাবলু ভাই, মোর্শেদ খান/ কার্লোস স্যানটানা, এরিক ক্ল্যাপটন, স্টিং।

প্রিয় অভিনেতা (দেশ/বিদেশ): হুমায়ুন ফরিদী, আফজাল হোসেইন, গোলাম মোস্তফা, আসাদুজ্জামান নূর, আলি জাকের/ টম ক্রুজ, স্যার চার্লে চ্যাপলিন, রজার মূর, মাইকেল লান্ডন, অমিতাভ বচ্চন, আমীর খান, উইলিয়াম সাটনার, উইল স্মিথ।
প্রিয় অভিনেত্রী (দেশ/বিদেশ): সূবর্না মোস্তফা, শম্পা রেজা, ফেরদৌসি মজুমদার, তারিন আহমেদ/ জুলিয়া রবার্টস, জেইমি সোমারস, মাধুরী দিক্সিত।
প্রিয় গান : আজ আবার সেই পথে দেখা গেলো, বৈশাখী মেঘের কাছে, হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি, এমনোতো প্রেম হয় চোখের জলে কথা কয়/ হ্যাভ ইউ রিয়েলি এভার লাভড এ উইমেন, হাউ ডিপ ইজ ইউর লাভ, আই ইন দ্যা স্কাই।
প্রিয় রং : কমলা, মেরুন।
প্রিয় ফুল : গোলাপী পদ্ম।
প্রিয় বেড়ানোর জায়গা : মা/বাবার কবর।
স্বপ্ন স্হান : সুইটজারল্যান্ড।
আমার লক্ষ্য : ভাল ভাল গান করা যা মনে রাখার মতো।
অপূর্ণ ইচ্ছা : ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হওয়া।
নতুনদের জন্য কোন উপদেশ : মন দিয়ে কাজ করা।
আমার দুঃখ : নোংরা রাজনীতি।
ভয় পাই : খারাপ পরিনতি।
এড়িয়ে চলি : অহংকারী বা মিথ্যাবাদী মানুষদের।
আনন্দের স্মৃতি : আমার ছেলে-মেয়ের জন্ম।
বেদনার স্মৃতি : বাবা ও মা-র মৃত্যু।
জীবনটা যেমন : খুব জটিল।
বিশেষ কৃতজ্ঞতা : মাকসুদুল হক, রফিকুল আলম।

গর্ব হয় : যখন আমার ছেলে-মেয়ের সাথে গিটার বাজাই।
ভবিষ্যতে হবো : ভাল মানুষ হওয়া।
আবার জন্ম নিলে যা হতে চাইবো : আমার দুই সুন্দর সন্তানদের বাবা হয়ে জন্ম নেয়া।
এখন যাদের সম্ভাবনা বলে মনে হয় : আমার ছেলে ইয়ানি এবং ফারশিদ আলম।
ভক্তরা আমার সাথে যে ভাবে যোগাযোগ করবে : ভালবাসা দিয়ে।
প্রথমদিন স্টুডিওতে গান করার অনুভূতি : আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।
প্রিয় গানের দু’টি লাইন যা আপনাকে প্রেরনা বা দোলা দেয় : যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, ‘STARRY STARRY NIGHT’।
সবচেয়ে ভালবাসি : আমাদের পরিবারের সাথে এক সাথে হওয়া ও খাওয়া-দাওয়া করা।
সবচেয়ে ঘৃনা করি : অশিক্ষা।
সবচেয়ে বড় বন্ধু : গিটার।
সবচেয়ে বড় শত্রু : অহংকারী বা মিথ্যাবাদী মানুষকে।
আমার কাছে ভালবাসা : সকলেরেই প্রাপ্য।
আমার কাছে সৌন্দর্য : শান্তি।
দেশে আপনি কোন্ স্থানটি পছন্দ করেন কনসার্টের জন্য (শহরে/জেলা) : ঢাকা, চট্রগ্রাম, খুলনা, সিলেট।
যে সব দেশে কনসার্ট করেছেন এবং ঘুরেছেন : ইন্ডিয়া, কাতার, হংকং, কানাডা, মধ্য-প্রাচ্য, নেপাল, ভুটান।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles