asd

মুহাম্মাদের নাম (ইসলামী গান)… আবুল কালাম আজাদ…

কথা ছাড়া গান তৈরী হয় না আবার বলা যায় গানে সুর ছাড়া কথা মূল্যহীন। দুটোই পরিপূরক। অন্যদিকে সুর ছাড়া কথা – কবিতার পর্যায়ও পড়ে। আমাদের এই বিভাগের আয়োজন গানের কথা বা লিরিকস। হাজার বছরের বাঙালীর ইতিহাসে, প্রেম ও সংগ্রামে বাংলা গান অপরিহার্য ভূমিকা রেখে এসেছে এবং ভবিষ্যতেও রাখবে। এই বিভাগের কোনো লিরিকস যদি কোনো সঙ্গীত শিল্পীর প্রয়োজনে আসে, তিনি সরাসরি গীতিকারের ফেসবুক এ্যাকাউন্টে যোগাযোগ করতে পারেন অথবা সঙ্গীতাঙ্গন এর সহযোগিতা নিতে পারেন। বিনা অনুমতি ছাড়া ব্যাবহার করা আইনতঃ দন্ডনীয়। ধন্যবাদ।

মুহাম্মাদের নাম (ইসলামী গান)
আবুল কালাম আজাদ

৪ মাত্রার স্বরবৃত্ত ছন্দ, অপূর্ণ পর্ব ১ মাত্রা

মুহাম্মাদের নামের আগে আল্লা পাকের নাম
মুহাম্মাদের নামের শেষে নাইরে কোনো নাম
মুহাম্মাদের নামের ধ্যানে মগ্ন ধরা ধাম।।
আরশ দ্বারে খোদাই করা লা-ই-লাহা ইল-লাল-লাহ
নামের পাশে জ্যোতি ভরা মুহাম্মাদুর রাসূলুল্লা
মুহাম্মাদুর রাসূ্লুল্লা
মুহাম্মাদুর রাসূ্লুল্লা
নামটি নিলেই ঝরে পড়ে
মোমিন বুকে পবিত্র সেই খোদারই কালাম।।
দীন দুনিয়া সৃষ্টির আগে সৃষ্টি করেন খোদা যাকে
সেই নবীজীর নূর জেগেছে আদম চোখে সবার আগে
সোবহানাল্লাহ হামদুলিল্লাহ
সোবহানাল্লাহ হামদুলিল্লাহ
নবী আমার এই জগতের
মাকলুকাতের সবার তরে রহমতের ছিতাম।।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles