কথা ছাড়া গান তৈরী হয় না আবার বলা যায় গানে সুর ছাড়া কথা মূল্যহীন। দুটোই পরিপূরক। অন্যদিকে সুর ছাড়া কথা – কবিতার
পর্যায়ও পড়ে। আমাদের এই বিভাগের আয়োজন গানের কথা বা লিরিকস। হাজার বছরের বাঙালীর ইতিহাসে, প্রেম ও সংগ্রামে
বাংলা গান অপরিহার্য ভূমিকা রেখে এসেছে এবং ভবিষ্যতেও রাখবে। এই বিভাগের কোনো লিরিকস যদি কোনো সঙ্গীত শিল্পীর প্রয়োজনে আসে, তিনি সরাসরি গীতিকারের ফেসবুক এ্যাকাউন্টে যোগাযোগ করতে পারেন অথবা সঙ্গীতাঙ্গন এর সহযোগিতা নিতে পারেন। বিনা অনুমতি ছাড়া ব্যাবহার করা আইনতঃ দন্ডনীয়। ধন্যবাদ।
কেউ গান গায়…
গুঞ্জন রহমান…
রঙ-চটা দেয়ালের কার্নিশে ঝুলে পড়া কাক
কী দেখছে একা একা? থাক থাক, সে প্রশ্ন থাক
স্বপ্নের বাড়ি ফেরা ভুল ঠিকানায় করাঘাত
ঘুম ভেঙ্গে ভাঙ্গাচোরা জীবনকে নেয়া একহাত
এভাবেই জীবনটা সেপিয়া-টোনের হয়ে যায়
আরেকটা গান ভেবে মিছেমিছি গিটার বাজায়
কেউ গান গায়,
কেউ সুরের মোড়কে পুরে অপূর্ণতাই বেচে যায়
সাঁড়াশীর মতো গলা টিপে ধরে ষোড়শীর চোখ
এফোড়-ওফোড় বুকে এ-ফোর কাগজে লেখা শোক নীলখামে পুরে আসে নিকোটিনে সেঁকা হাহাকার
‘জীবন গিয়াছে চলে কুড়ি কুড়ি বছরের পার’…!
এই তো জীবন, এক পিন-ভাঙ্গা বেসুরো রেকর্ড
তবু সুর খুঁজে খুঁজে মেজর আর মাইনর কর্ড
কেউ গান গায়,
কেউ সুরের মোড়কে পুরে অক্ষমতাই বেচে যায়
শুভদৃষ্টির কালে বৃষ্টি, না মেঘের আড়াল?
কে কত বাধ্য বধূ, কার স্বামী কতটা চাঁড়াল!
কার খুনে হিমোগ্লোবিনের কণা কমে গেছে ঢের
কার ছেলে ফিরলোনা, ভীঁড়ে গেল দলে বখাটের
এভাবেই প্রশ্নেরা কৌতুহলের গেরো খুলে
শূন্যে বাড়িয়ে দু’পা, কাঁপা কাঁপা তারে সুর তুলে
কেউ গান গায়,
কেউ সুরের মোড়কে পুরে শূন্যতাকেই বেচে যায়