কথা ছাড়া গান তৈরী হয় না আবার বলা যায় গানে সুর ছাড়া কথা মূল্যহীন। দুটোই পরিপূরক। অন্যদিকে সুর ছাড়া কথা – কবিতার পর্যায়ও পড়ে। আমাদের এই বিভাগের আয়োজন গানের কথা বা লিরিকস। হাজার বছরের বাঙালীর ইতিহাসে, প্রেম ও সংগ্রামে বাংলা গান অপরিহার্য ভূমিকা রেখে এসেছে এবং ভবিষ্যতেও রাখবে। এই বিভাগের কোনো লিরিকস যদি কোনো সঙ্গীত শিল্পীর প্রয়োজনে আসে, তিনি সরাসরি গীতিকারের ফেসবুক এ্যাকাউন্টে যোগাযোগ করতে পারেন অথবা সঙ্গীতাঙ্গন এর সহযোগিতা নিতে পারেন। বিনা অনুমতি ছাড়া ব্যাবহার করা আইনতঃ দন্ডনীয়। ধন্যবাদ।
টাকা হায় টাকা!!!
বাপ্পী খান
কুড়েকুড়ে খেয়ে ফেলে মানুষেরই মাথা
মানুষেরই ঘামে ভেঁজা টাকা হায় টাকা
কেউ চাল বেঁচে তা দিয়ে শোধ করে দেনা,
কেউ নেশার আগ্রাসনে বেচে দেয় সোনা।।
কুড়েকুড়ে খেয়ে ফেলে মানুষেরই মাথা
মানুষেরই আবিষ্কার টাকা হায় টাকা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
কেউ মদ বেচে নুন কেনে কেউ প্রেমে মশগুল
কারো শেষ সম্পকর্ ভুল সবই ভুল
কেউ আবার জাল ফেলে করে জালিয়াতি
হাজার কোটি লুটে নিয়ে কেউ দেখায় কেরামতি
কুড়েকুড়ে খেয়ে ফেলে মানুষেরই মাথা
মানুষেরই আবিষ্কার টাকা হায় টাকা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
কেউ নিজেরাই সহোদরে করে টাকার জন্য বিবাদ
কোথা বর কনের জীবন জুড়ে যৌতুকেরই গ্রাস
টাকার জন্য কত শত মানুষ সাজে অমানুষ
কারো কাছে অথর্ কড়ি দিবালোকের ফানুস
কুড়েকুড়ে খেয়ে ফেলে মানুষেরই মাথা
মানুষেরই আবিষ্কার টাকা হায় টাকা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!