asd
Thursday, September 12, 2024

এ সপ্তাহের প্রিয় তারকা – পলি সায়ন্তনী…

আমাদের দেশের সঙ্গীত তারকাদের অনেক অনেক মজার সব তথ্য বা তাদের পছন্দ, অপছন্দ নিয়ে তারকাদের তুলে ধরা হয় এই বিভাগে। আশাকরি আপনাদের পছন্দের প্রিয় তারকার এই সব তথ্য নিশ্চয়ই আপনাকে আন্দোলিত করবে বলে আমাদের বিশ্বাস। আসুন জেনে নেই এ সপ্তাহের প্রিয় তারকার সম্পর্কে –

নাম : শাহানারা ইয়াসমিন (পলি সায়ন্তনী)।
গান করি : আধুনিক, ফোক, লালনগীতি, পল্লীগীতি, রবীন্দ্র সঙ্গীত ইত্যাদি।
বাজাই : হারমোনিয়াম, তবলা।
জন্ম তারিখ : ১৫ই ডিসেম্বর।
জন্ম স্হান : পাবনা।
রাশি : ধনু।
প্রিয় শিল্পী : (দেশে) – নিয়াজ মোহাম্মদ চৌধুরী, রুনা লায়লা, সুবীর নন্দী, কনক চাঁপা, ডলি সায়ন্তনী, নিলুফার ইয়াসমিন।
প্রিয় শিল্পী : (বিদেশে) – লতা মঙ্গেস্কর, হররিহরন, আঁশা ভোসলে, জাগজিৎ সিং, চিত্রা সিং, গোলাম আলী।
প্রিয় ব্যান্ড : (দেশে) – সোলস, এল আর বি।
প্রিয় ব্যান্ড : (বিদেশে) – ব্যাক স্ট্রিট বয়েজ।
প্রিয় গান : যেভাবে বাঁচি বেঁচেতো আছি, হারানো দিনের মত হারিয়ে গেছো তুমি।
প্রিয় রং : সাদা, কালো, লাল।
প্রিয় ফুল : বেলী, রজনীগন্ধা, হাসনাহেনা।

স্বপ্ন স্হান : ভেনিস, ইটালি।
আমার লক্ষ্য : আরো ভালো কিছু গান করা, যে গানের জন্য দেশবাসী আমাকে মনে রাখবে।
আমার দুঃখ : আমাকে কেউ বুঝে না।
ভয় পাই : কাছের মানুষগুলো যখন দূরে চলে যায়।
সবচেয়ে ভালবাসি : আমার মেয়ে, মা আর ডলি।
সবচেয়ে ঘৃনা করি : স্বার্থপর মানুষকে।
সবচেয়ে বড় বন্ধু : আমার মেয়ে, আমার বোন।
সবচেয়ে বড় শত্রু : যারা নাকি বন্ধু হয়ে কাছে এসে দূরে চলে যায়।
আমার কাছে ভালবাসা : আমার কাছে ভালবাসা হলো মানুষের সুন্দর একটি মন।
আমার কাছে সৌন্দর্য : সমুদ্র, পাহাড়, প্রাকৃতিক সৌন্দর্যই আমার পছন্দ।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles