asd
Friday, December 6, 2024

এ সপ্তাহের প্রিয় তারকা – রফিকুল আলম…

আমাদের দেশের সঙ্গীত তারকাদের অনেক অনেক মজার সব তথ্য বা তাদের পছন্দ, অপছন্দ নিয়ে তারকাদের তুলে ধরা হয় এই বিভাগে। আশাকরি আপনাদের পছন্দের প্রিয় তারকার এই সব তথ্য নিশ্চয়ই আপনাকে আন্দোলিত করবে বলে আমাদের বিশ্বাস। আসুন জেনে নেই এ সপ্তাহের প্রিয় তারকার সম্পর্কে –

নাম : রফিকুল আলম।
ব্যান্ড : আধুনিক, রবীন্দ্র সঙ্গীত।
বাজাই : হারমোনিয়াম, হাওয়াইন গিটার, মাউথ অর্গান।
জন্ম তারিখ : ৩১শে ডিসেম্বর।
জন্ম স্হান : রাজশাহী।
রাশি : মকর।
প্রিয় শিল্পী : (দেশে) – মাহমুদুন নবী, আব্দুল আলীম।
প্রিয় শিল্পী : (বিদেশে) – মান্না দে, শ্যামল মিত্র, কিশোর কুমার।
প্রিয় ব্যান্ড : (দেশে) – ফিডব্যাক, রেঁনেসা, ওয়ারফেজ।
প্রিয় ব্যান্ড : (বিদেশে) – টোটো, ইউরোপ। সলো – স্টিভি ওন্ডার, রিচার্ড মার্ক্স, টম জোনস।
প্রিয় গান : অনেক, শাহনাজ রহমুতুল্লাহ-র ‘কে যেন সোঁনার কাঁঠি’, আবিদা সুলতানা-র ‘বিমূর্ত এই রাত্রি’।
প্রিয় রং : নীল, সবুজ।
প্রিয় ফুল : বেলী ফুল।

স্বপ্ন স্হান : ঢাকা।
আমার লক্ষ্য : গান করে যাওয়া।
আমার দুঃখ : পরিবারের কিছু অকাল মৃত্যু।
ভয় পাই : আমার ইমেজ অটুট রাখা।
সবচেয়ে ভালবাসি : গান গাইতে।
সবচেয়ে ঘৃনা করি : শথতা (ভন্ডামি)।
সবচেয়ে বড় বন্ধু : আমার স্ত্রী।
সবচেয়ে বড় শত্রু : দেশের শত্রু যারা।
আমার কাছে ভালবাসা : বন্ধুত্ব।
আমার কাছে সৌন্দর্য : যেখানে আছে পরিমিতি বোধ।

অলংকরন – গ্লামার ওয়ার্ল্ড…

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles