– মোশারফ হোসেন মুন্না।
১৭ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ তারিখে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে লেজার ভিশনের ব্যানারে কামাল আহমেদের অডিও এ্যালবাম ‘মহাকাব্যের কবি’ প্রকাশিত হলো। লেজার ভিশনের ইউটিউব মিউজিক চ্যানেল, লেজার ভিশন মিউজিক স্টেশনে অডিও জুকবক্স হিসেবে আপলোডের মাধ্যমে এই অডিও এ্যালবামের প্রকাশনা সম্পন্ন করা হয়। ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স ছাড়া একই সাথে এই অডিও এ্যালবাম অডিও সিডি আকারে হার্ডকপি প্রকাশ করা হয়েছে। এই অডিও এ্যালবামটি অডিও জুকবক্স হিসেবে পাওয়া যাচ্ছে। বঙ্গবন্ধুকে নিবেদিত ১২টি মৌলিক গান নিয়ে সাজানো এই এ্যালবামের গানগুলোর গীতিকার- ফজলুল হক খান। এ্যালবামের গানগুলো হলো –
‘পনেরই আগস্টের ভোরে গভীর শোকে’ এবং ‘পনেরই আগস্টের দুঃসহ বেদনায়’ বেদনার নীল কালিতে লেখা ‘পঁচাত্তর মানে পাথর চাপা শোক, তোমার রক্তে ভিজে গেছে পৃথিবীর বুক, বঙ্গবন্ধু তোমাকে হারিয়ে’ গান গুলোর সুর ও সঙ্গীতায়জন করেছেন বদরুল আলম বকুল।
আমি কারবালা দেখিনি, তোমার সমাধি দেখে মনে হয়, উনিশ শ বিশ সাল সতেরই মার্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একাত্তরের রণাঙ্গণ কাঁপানো, তুমি সাধারণ মানুষের রক্তে লেখা’ এই গান গুলো সুর ও সঙ্গীত মোঃ শাহ নেওয়াজ।
এর আগে প্রকাশিত কামাল আহমেদ এর অডিও এ্যালবাম সংখ্যা ১৬টি। শিল্পী কামাল আহমেদ তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ ৭টি জাতীয় ও আর্ন্তজাতিক পদক লাভ করেন।
সত্যিই গান হয়ে আছে তাঁর প্রাণ। সঙ্গীতময় জীবনে তিনিও সবার শুভকামনা চান, চান সঙ্গীত-ভরা জীবনের সুন্দর একটা জয়। যে সঙ্গীত সুন্দরের কথা বলে-সেই সঙ্গীত নিশ্চয়ই গড়ে দেবে তাঁর ব্যতিক্রমী জীবনের ভিত। শিল্পী কামাল আহমেদের গাওয়া গানের মন ছুঁয়ে যাওয়া সৌরভ-গৌরব হয়ে ছড়িয়ে পড়ুক সবার মনে ও মননে।