– প্রেস রিলিজ।
৮ই মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে মিউজিক অফ বেঙ্গল এর ব্যানারে কণ্ঠশিল্পী কামাল আহমেদ এর ২৮তম অডিও এ্যালবাম ‘বিশ্বভরা প্রাণ’ প্রকাশিত হলো। মিউজিক অফ বেঙ্গল এর ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স হিসেবে আপলোডের মাধ্যমে এই অডিও এ্যালবামের প্রকাশনা সম্পন্ন করা হয়। মিউজিক অফ বেঙ্গল এর ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স ছাড়াও একই সাথে এই অডিও এ্যালবামের অডিও সিডি আকারে হার্ডকপি প্রকাশ করা হয়েছে।
এই এ্যালবামটি মিউজিক অফ বেঙ্গল ছাড়াও অ্যাপল মিউজিক, স্পোটিফাই, আমাজন, বোমপ্লে, জিওসেভন ও ডীজার সহ আরো অনেক আন্তর্জাতিক অডিও প্ল্যাটফরমে পাওয়া যাবে। এ্যালবামটি উল্লেখিত প্ল্যাটফরমগুলি হতে যে কোন শ্রোতা শুনতে বা ডাউনলোড করতে পারবে। ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করছে গান বাক্স।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি পর্যায়ের ১৬টি গান নিয়ে সাজানো হয়েছে এই এ্যালবামটি। এ্যালবামটির গানগুলোর সঙ্গীত পরিচালনা করেছেন : ইবনে রাজন, এ্যালবামের গানগুলো হলো-
০১. এ কী মায়া লুকাও কায়া
০২. দখিন হাওয়া জাগো জাগো
০৩. আকাশ ভরা সূর্যতারা
০৪. ছায়া ঘনাইছে বনে বনে
০৫. আবার এসেছে আষাঢ়
০৬. আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এল
০৭. আজি শ্রাবণঘনগহন মোহে
০৮. বহু যুগের ওপার হতে আষাঢ় এলো
০৯. এ কী গভীর বাণী এল
১০. আমার নয়ন ভুলানো এলে
১১. এবার অবগুন্ঠন খোলো
১২. সে দিন আমায় বলেছিলে
১৩. বৈশাখের এই ভোরের হাওয়া
১৪. ঝরা পাতা গো আমি তোমারি দলে
১৫. কত যে তুমি মনোহর
১৬. আজি বরিষনমুখরিত শ্রাবণরাতি
গানের সুন্দরকে সঙ্গে নিয়ে শিল্পী কামাল আহমেদ সাধনা করে চলেছেন। বিশুদ্ধ গান তাকে টানে এবং তার মনে ভালোলাগার জোয়ার আনে। সেই ভালোলাগা থেকেই একে একে তার ২৮টি অডিও এ্যালবাম প্রকাশিত হয়েছে। কণ্ঠশিল্পী কামাল আহমেদ তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ ৮ (আট) টি জাতীয় ও আর্ন্তজাতিক পদক লাভ করেছেন এবং অনেক সন্মানেও ভূষিত হয়েছেন। সঙ্গীত ভরা জীবনে তার সুন্দর একটি জয় হোক সঙ্গীতাঙ্গন-এর এই শুভকামনা।