– প্রেস রিলিজ।
গত ২৪ জুন, শুক্রবার মগবাজারের এক স্টুডিওতে সিনেমার গানের রেকর্ডিং সম্পন্ন হলো। গানটির শিরোনাম ‘একটা দেশ আছে আমার, বাংলাদেশ তার নাম’। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী পলাশ লোহ ও ক্লোজআপ তারকা বিউটি। গানটি লিখেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার শহীদুল হক খান এবং সুর করেছেন সুরকার গাজী ফারুক। সংগীত পরিচালনা করেছেন চঞ্চল।
সিনেমাটির নাম ‘একজন ভাষা সৈনিকের গল্প’। একজন ভাষা সৈনিককে কেন্দ্র করেই সিনেমাটির গল্প এগিয়ে চলেছে।
সিনেমার শুটিং, ডাবিং সম্পন্ন হয়েছে। শুধু গানটাই বাকি ছিলো।
এ বছরের ডিসেম্বরে সিনেমাটি মুক্তি দেয়ার কথা রয়েছে।
গানটি সম্পর্কে শিল্পী পলাশ লোহ বলেন, এটি আমার গানের তালিকায় অনবদ্য একটি গান হয়ে থাকবে। কারণ ভাষা নিয়ে এত চমৎকার একটি গান গাইতে পেরে আমি খুবই আনন্দিত, গানটির কথা সুর ও সঙ্গীত খুবই ভাল
হয়েছে। কিছু গান হয় অনেকদিন মানুষের মনে থেকে যাবার, এই গানটি আমার বিশ্বাস অনেকদিন থেকে যাবার গান। বিউটিও চমৎকার গেয়েছে।
দেশ নিয়ে, ভাষা নিয়ে আমার বেশ অনেকগুলো গান এর আগে রিলিজ হয়েছে। তবে সেগুলো অডিও কোম্পানির জন্য গেয়েছি। এইবারই প্রথম সিনেমায় ভাষার গান গেয়েছি।
সিনেমার এই গানটি নিয়ে খুবই উচ্ছ্বসিত শিল্পী বিউটি, পলাশসহ সংশ্লিষ্ট কলাকুশলীরা। এখন শুধু অপেক্ষার পালা সিনেমাটি মুক্তির।