শাহরিয়ার সাকিব।
পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ চার সীমান্তের ঝড় তোলা কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। ডলি সায়ন্তনীর গানে শিশু থেকে বুড়ো সবার হৃদস্পন্দন তারুণ্য উদ্দীপনায় নেঁচে ছিল একসময়। শুধু যারা শুনেছে তারাই না ডলি সায়ন্তনী নিজেও গান করার সময় স্থির থাকতে পারে না। গানের সাথে সাথে তিনিও নেচে নেচে গান করার অভ্যাস। একসময় সেই ঝড় তোলা গানের শিল্পী ডলি সায়ন্তনী আবার নিয়মিতভাবে গান প্রকাশ করছেন। সম্প্রতি তিনি ‘দেখলে তোমায় লাগে ভালো’ শিরোনামের একটি গান করেছেন। গত ৬ জানুয়ারি ওয়ান মিউজিকের ব্যানারে গানটি প্রকাশ করা হয়। ইতিমধ্যে গানটি ইউটিউব চ্যানেলে সম্মানজনক জায়গা দখল করেছে। গানটির কথা লিখেছিলেন ইমন লিটন। সঙ্গীত আয়োজন করেছেন আকাশ মাহমুদ। এই গানটির পরপরই তিনি পুরনো দুটি জনপ্রিয় গানের ভিডিও নির্মাণ করেছেন। এক গানের শিরোনাম বুড়ি হইলাম তোর কারণে আর অন্যটি শ্যাম তুমি লীলা বুঝ। দুটি গানই একসময় দর্শকের মন কেড়েছিল। গান দুটি বিষয়ে সঙ্গীতাঙ্গন ডলি শান্তনির সাথে যোগাযোগ করলে তিনি জানান যে, হাতে অনেকগুলো গানের কাজ নিয়েছি দুটি দুটি করে শেষ করবো। গানগুলির ভিডিও মোটামুটি শেষ হয়েছে। এখন যে দুটি গানের কাজ করতে যাচ্ছি তা ইতিমধ্যে দর্শকরা শুনেছেন। চলতি মাসের মধ্যেই একটি গান প্রকাশ করতে যাচ্ছি, বুড়ি হইলাম তোর কারণে, শিরোনামে গানটি। তারপর আগামী মাসে আরেকটি পুরনো গান করবো। আমার ২০২০ সালকে নিয়ে সাজানো হবে দুটি নতুন গান দুটি পুরনো গান এভাবে করে। আমার ইচ্ছা সারাটি বছর জুড়েই আমার গান চলতে থাকবে। কিছুদিন আগেই স্টেজ শো করে দেশে ফিরেছি তার কারণেই গান প্রকাশ থেকে বিরত থাকতে হয়েছে। আমার ইচ্ছা পুরনো গান দুটি মুক্তির আগে ছোট পরিসরে হলেও একটা আয়োজন করার। এবং সেখানে পুরনো গান এবং নতুন গান দুটো নিয়ে আলোচনা করতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন যেন সারাটি বছর সুস্থ থাকতে পারি আর একের পর এক নতুন গান দিয়ে দর্শকের মন বানাতে পারি। জানা যায় গান দুটি নতুন করে সঙ্গীত আয়োজন করেছেন পার্থ মজুমদার। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গীতাঙ্গন এর সাথে থাকবেন বেশি বেশি বেশি করে বাংলা গান শুনবেন। বাংলা সংস্কৃতিকে জনপ্রিয়় করে বিশ্ব দরবারে সুনাম অর্জন করানো আমাদের বাঙ্গালীদের জন্য কর্তব্য। বাংলা সংস্কৃতি টিকলে বাঙালি টিকবে বাংলাদেশ টিকবে।