দেশের লোকজ গানের জনপ্রিয় গায়ক কুদ্দুস বয়াতি। গানে গানে গ্রাম-গঞ্জ মাতিয়ে রেখেছেন গত কয়েক দশক ধরেই।
গানই যেন তার প্রাণবন্ধু। হেলেদোলে চুল নাড়িয়ে বড় আনন্দের সাথে অদ্ভুত ভঙ্গিমায় গান করেন কুদ্দুস বয়াতি।
গত বছর নিজেকে নতুন ভাবে উপস্থাপন করে তিনি এবং শ্রোতারাও অনেক আনন্দের সাথে গ্রহণ করেন তাকে। ২০১৬ সালে তরুণদের কাছ থেকে নতুন খেতাব পেয়েছিলেন কুদ্দুস বয়াতি। তাকে অনেকে ’হিপহপ কুদ্দুস’ এবং ‘মাইকেল কুদ্দুস’ নামে ডাকা শুরু করেন।
কারণটা ছিল প্রীতম হাসানের করা ‘আসো মামা হে’ শিরোনামের হিপহপ ধরনের গানটির সফলতা।
‘আসো মামা হে’ গানে সত্যি সবাইকে অবাক করে দেন তিনি।
আঞ্চলিক ভাষা কণ্ঠে নিয়ে মেঠো পথে ঘুরে বেড়ানো চিরচেনা কুদ্দুস বয়াতি আবারও কণ্ঠে তুলেছেন হিপহপ ঘরানার গান।
এবারের গানের শিরোনাম ‘ও মর্জিনা’। গানের কথা ও সুর করেছেন এফ এ প্রীতম এবং সঙ্গীতায়োজন করেছেন সজীব। গানটি বাজারে আনছে সিডি চয়েস মিউজিক।
ঈদে গানটির অডিও ইউটিউবে মুক্তি পাবে।
কুদ্দুস বয়াতির সম্পূর্ণ জীবনটাই কেটেছে গান গান করে। সঙ্গীতের প্রতি তার এই ভালবাসা অপরিসীম। কুদ্দুস বয়াতির জন্য শুভকামনা।