– মোঃ মোশারফ হোসেন মুন্না।
নজরুলসঙ্গীত শিল্পী সুজিত মোস্তফা একজন স্বনামধন্য নজরুল শিল্পী। সব সময় দেশে কিংবা বিদেশে তার প্রোগ্রাম হয়েই চলেছে। কিন্তু এবারই প্রথম জি-সিরিজ থেকে অবমুক্ত হতে যাচ্ছে সুজিত মোস্তফার আধুনিক গান।
এ বিষয়ে তিনি জানিয়েছেন তাঁর নিজ ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে। তিনি পোস্টে লিখেছেন, জি-সিরিজ থেকে আমার প্রথম আধুনিক গান শিগগিরই অবমুক্ত হতে যাচ্ছে। ‘শহর থেকে অনেক দূরে’ শিরোনামে
এই গানটি জি-সিরিজ থেকে অতিসত্ত্বর আসবে। গানটি তারা খুব শিগগিরই ইউটিউবে প্রকাশ করতে যাচ্ছে।
‘শহর থেকে অনেক দূরে’ শীর্ষক গানটি লিখেছেন স্যামুয়েল হক, সুর করেছেন ফয়সাল আহমেদ এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন নমন। সুজিত মোস্তফার সর্বপ্রথম আধুনিক গানের এ্যালবামের নাম ছিল ‘আমার গানের প্রথম
চরণখানি’। এটি বেরিয়েছিল ১৯৯৪ সালে, কলকাতা থেকে। কিন্তু দীর্ঘ দিন পর প্রায় ১৬ বছর পরে আবার ২০১০ সালে লেজার ভিশনের ব্যানারে প্রকাশ করেন তাঁর আরেকটি আধুনিক গানের এ্যালবাম ‘আবার হলো দেখা’। তারপর আবার তিন বছর পর অর্থাৎ ২০১৩ সালে ‘অনেক বৃষ্টি ঝরে’ শিরোনামে একটি আধুনিক গানের এ্যালবাম প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী সুজিত মোস্তফার। সব মিলিয়ে ভালো অবস্থানে আছেন এ শিল্পী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রেখে যাওয়া গান তিনি তার কন্ঠে ধারণ করে হয়েছেন শ্রোতানন্দিত ও জনপ্রিয়।