কথা ছাড়া গান তৈরী হয় না আবার বলা যায় গানে সুর ছাড়া কথা মূল্যহীন। দুটোই পরিপূরক। অন্যদিকে সুর ছাড়া কথা – কবিতার পর্যায়ও পড়ে। আমাদের এই বিভাগের আয়োজন গানের কথা বা লিরিকস। হাজার বছরের বাঙালীর ইতিহাসে, প্রেম ও সংগ্রামে বাংলা গান অপরিহার্য ভূমিকা রেখে এসেছে এবং ভবিষ্যতেও রাখবে। এই বিভাগের কোনো লিরিকস যদি কোনো সঙ্গীত শিল্পীর প্রয়োজনে আসে, তিনি সরাসরি গীতিকারের ফেসবুক এ্যাকাউন্টে যোগাযোগ করতে পারেন অথবা সঙ্গীতাঙ্গন এর সহযোগিতা নিতে পারেন। বিনা অনুমতি ছাড়া ব্যাবহার করা আইনতঃ দন্ডনীয়। ধন্যবাদ।
সূরের খেঁয়া
কথা: জীবক বড়ুয়া
সূর : রাশেদ
কম্পোজিশন : সাব্বির
তোমার সূরের খেঁয়ার পালে
আমার এ মন ভেসে চলে
তোমায় ভালবাসি বলে-
আমার মনের আকাশ সাঝে
স্বপ্নের নীল ছায়া ফেলে
আমায় ভালবাস বলে
ওগো আমায় ভালবাস বলে
সানাইয়ের সূর, বলে কানে কানে
কি হবে কি আজ কে জানে
স্বপ্নেরা জাগে নিথি পাখনা মেলে।
বাঁশরীর মন বলে আনমনে
মিশে যাও এই তনুমনে
সব চাওয়া পাওয়া হলো তুমিতো এলে
আমায় ভালবাস বলে
হুম তোমায় ভালবাসি বলে!!
ভালবাসা নেবে ভালবাসা???
আমি ভালবাসার ফেরিওয়ালা
কার আছে প্রয়োজন
আছে সেই আয়োজন
উল্লাসে মাতো সারাবেলা
ভালবাসা নয় হেলাফেলা
আমি ফেরিওয়ালা
অভিমান অভিযোগ যা কিছু কালো
মূছে ফেলো তারে আসুক আলো
এক মুঠো ভালবাসা কিনে নাও
ভালবাসা বিকোতে গড়েছি মেলা
আমি ফেরিওয়ালা
ভালবাসার অভাব বুজেছি বড়
ভালবেসে এ জীবন ধন্য করো
এক ফোঁটা তারে যদি পাও
যতনে রাখো নয় অবহেলা।।
@@@সূর: নকীব খান।
শিল্পী: রাসেদ
এ্যালবাম : ফেরিওয়ালা।।