কথা ছাড়া গান তৈরী হয় না আবার বলা যায় গানে সুর ছাড়া কথা মূল্যহীন। দুটোই পরিপূরক। অন্যদিকে সুর ছাড়া কথা – কবিতার পর্যায়ও পড়ে। আমাদের এই বিভাগের আয়োজন গানের কথা বা লিরিকস। হাজার বছরের বাঙালীর ইতিহাসে, প্রেম ও সংগ্রামে বাংলা গান অপরিহার্য ভূমিকা রেখে এসেছে এবং ভবিষ্যতেও রাখবে। এই বিভাগের কোনো লিরিকস যদি কোনো সঙ্গীত শিল্পীর প্রয়োজনে আসে, তিনি সরাসরি গীতিকারের ফেসবুক এ্যাকাউন্টে যোগাযোগ করতে পারেন অথবা সঙ্গীতাঙ্গন এর সহযোগিতা নিতে পারেন। বিনা অনুমতি ছাড়া ব্যাবহার করা আইনতঃ দন্ডনীয়। ধন্যবাদ।
নয়নে নয়ন
মাফিয়া জাহান স্বপ্না
যখনই রেখেছো নয়নে নয়ন
তখনই কেড়েছো অবুঝ এ’মন
হাওয়াতে উড়ছে তোমার কালো চুল
হৃদয় বলে এখন করি কিছু ভুল।
ও দুষ্টু চাওয়া মিষ্টি হাসি
ইচ্ছে করে ভালোবাসি
এই হৃদয়ের পিঞ্জরে
রাখবো তোমায় বন্ধী করে।।
আধার রাতের কল্পনাতে বারেবারে তুমি আসো
হৃদয়ের কুটিরে তুমি এসে পাশে বসো।।
ও দুষ্টু চাওয়া মিষ্টি হাসি
ইচ্ছে করে ভালোবাসি
এই হৃদয়ের পিঞ্জরে
রাখবো তোমায় বন্ধী করে।।
হাটো যখন আলতো পায়ে রিমঝিম বাঁজে নুপুর
নুপুরের ছন্দে আমি তোমায় খুঁজি সকাল দুপুর।
ও দুষ্টু চাওয়া মিষ্টি হাসি
ইচ্ছে করে ভালোবাসি
এই হৃদয়ের পিঞ্জরে
রাখবো তোমায় বন্ধী করে।
যখনই রেখেছো নয়নে নয়ন
তখনই কেড়েছো অবুঝ এ মন।