কথা ছাড়া গান তৈরী হয় না আবার বলা যায় গানে সুর ছাড়া কথা মূল্যহীন। দুটোই পরিপূরক। অন্যদিকে সুর ছাড়া কথা – কবিতার পর্যায়ও পড়ে। আমাদের এই বিভাগের আয়োজন গানের কথা বা লিরিকস। হাজার বছরের বাঙালীর ইতিহাসে, প্রেম ও সংগ্রামে বাংলা গান অপরিহার্য ভূমিকা রেখে এসেছে এবং ভবিষ্যতেও রাখবে। এই বিভাগের কোনো লিরিকস যদি কোনো সঙ্গীত শিল্পীর প্রয়োজনে আসে, তিনি সরাসরি গীতিকারের ফেসবুক এ্যাকাউন্টে যোগাযোগ করতে পারেন অথবা সঙ্গীতাঙ্গন এর সহযোগিতা নিতে পারেন। বিনা অনুমতি ছাড়া ব্যাবহার করা আইনতঃ দন্ডনীয়। ধন্যবাদ।
নির্জন নিশি জেগে
রবিউল আউয়াল
নির্জন নিশিতে মন অজনায়,
তোমায় কেন মনে পড়ে যায়?
আমায় বলোনা হয় কি ভাবনা,
আমার মতন করে তোমাকে কাঁদায়।।
জীবন তোমার সুখে ভরা,
সঙ্গী বিছানাতে।
আমার জীবনে যে অশ্রু ধারা,
শূণ্য একা রাতে।
অস্থির এ মন থাকে কোন মোহনায়।
জানিনা কোন ছলে মন যে হারায়
আমায়———- কাঁদায়।।
জীবন আমার থেমে গেছে,
আছি অন্ধকারে।
তোমার স্মৃতি পুড়ে দেহ,
মন কারাগারে।
অস্থির দিবানিশি মন বেদনায়।
এখনো মন থাকে তোমার আশায়।
আমায় ————- কাঁদায়।।