কথা ছাড়া গান তৈরী হয় না আবার বলা যায় গানে সুর ছাড়া কথা মূল্যহীন। দুটোই পরিপূরক। অন্যদিকে সুর ছাড়া কথা – কবিতার
পর্যায়ও পড়ে। আমাদের এই বিভাগের আয়োজন গানের কথা বা লিরিকস। হাজার বছরের বাঙালীর ইতিহাসে, প্রেম ও সংগ্রামে
বাংলা গান অপরিহার্য ভূমিকা রেখে এসেছে এবং ভবিষ্যতেও রাখবে। এই বিভাগের কোনো লিরিকস যদি কোনো সঙ্গীত শিল্পীর প্রয়োজনে আসে, তিনি সরাসরি গীতিকারের ফেসবুক এ্যাকাউন্টে যোগাযোগ করতে পারেন অথবা সঙ্গীতাঙ্গন এর সহযোগিতা নিতে পারেন। বিনা অনুমতি ছাড়া ব্যাবহার করা আইনতঃ দন্ডনীয়। ধন্যবাদ।
সে দিন সন্ধায় বসে বারান্দায়
একটি প্রজাপতি
গা ঢাকা আল্পনায়
বসলো হাতে হায়!
মোহিনী চাহনি যেন ডুবে যাই
হেমন্ত জ্বোছনায়…।।
কি কথা বললে কানে কানে
গুন গুনিয়ে বেহাগের সূর মূর্ছনায়!
বললো আমার হাত ধরে
পাখার আঁচল উড়িয়ে
বসন্ত হাওয়ায় আলতো ছোঁয়ায়…।।
চেয়ে দেখি তোমার হাত
আমার হাতে হায়!
তুমি কি এসেছিলে সেই সন্ধ্যায়
আমার মনো বারান্দায় ?..।।