শাহরিয়ার সাকিব।
তরুণ প্রজন্মের উদীয়মান কণ্ঠশিল্পী ঐশী। ফোক গানের মধ্য দিয়ে যার অভিষেক সঙ্গীত জগতে। তিনি একজন বুদ্ধিমান ও মেধাবী গায়িকা। যে কোন গানের কাজ তিনি করেন না। বেছে বেছে ভালো মানের গান তিনি কন্ঠে তোলেন। প্রতিটি গানেই তার মেধার বিকাশ ঘটে। গানের মাধ্যমে ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন ঐশী। বর্তমান সময়টা স্টেজ শো এবং টিভি লাইভ এর সময়। চারিদিকে শুধু গান আর গান। সব শিল্পীই কমবেশি
গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তেমনি ঐশী ও স্টেজ শো নিয়ে ব্যস্ত। দেশের বিভিন্ন স্থানে গান গাইছেন তিনি। এর বাইরে টিভি লাইভেও অংশ নিচ্ছেন। তবে নতুন খবরের জন্মদিয়েছেন ঐশী। গুণী শিল্পী ও সঙ্গীত পরিচালক বাপ্পা মজুমদারের সুর ও সঙ্গীতে নতুন একটি গানে প্রথম কণ্ঠ দিলেন। ‘বিনা মেঘে বৃষ্টি এলে কাকে খোঁজ সাতপাঁচ ভুলে’ শিরোনামের এ গানটি লিখেছেন শাহান কবন্ধ। সম্প্রতি গানটিতে কণ্ঠ দিয়েছেন ঐশী। গানটি নিজের একক এ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস টু’তে রাখারও সম্ভাবনা রয়েছে বলে জানা যায়। তবে এ্যালবাম অথবা সিঙ্গেল যেভাবেই হোক এর একটি মিউজিক ভিডিওর পরিকল্পনার কথাও জানিয়েছেন ঐশী। এ বিষয়ে এ শিল্পী বলেন, বাপ্পা দা’র সঙ্গে এর আগে দ্বৈত গান গেয়েছি। কয়েকটি প্রজেক্টেও তার সুর ও সঙ্গীতে কাজ করেছি। এবার আমার জন্য খুব সুন্দর একটি গান তৈরি করেছেন তিনি। ঐশী এক্সপ্রেস টু’ এরই মধ্যে এ এ্যালবামের জন্য গান তৈরি শেষের পথে। কয়েকটি গানের কিছু টুকটাক কাজ বাকি আছে। ঐশী বলেন, এ এ্যালবামের কাজ একটু সময় নিয়ে করছি। কথা-সুর ও সঙ্গীতের প্রতি আরো বেশি মনোযোগী হয়েছি। কারণ আমার কাছ থেকে শ্রোতাদের প্রত্যাশা অনেক। আমি সেই প্রত্যাশা পূরণ করতে চাই। এ কারণেই এ্যালবামের জন্য সময় নিয়ে পছন্দমতো কিছু গান তৈরি করছি। আশা করছি শ্রোতার নতুন এক ঐশীর গান শুনতে পাবে। গানটি নিয়ে বাপ্পা মজুমদার বলেন, আসলেই ঐশী ভালো গাান করে। এবারের গানটির কথা ও সুর আশা করি সবার ভালো লাগবে। ঐশীর কন্ঠে গানটি খুব ভালো হয়েছে। ঐশীর এই গানটি সবাইকে বিনোদন দেবে বলে আশা করি। সবাইকে সঙ্গীতাঙ্গনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।