– আফরোজ মিম।
বাংলাদেশ সঙ্গীতাঙ্গনের যে ক’জন গুণী সঙ্গীতশিল্পী আছেন ফেরদৌস আরা তাদের একজন। তার সুরেলা কণ্ঠ মুগ্ধ করেছেন মানুষের মন।
বাংলাদেশের নজরুল সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র ফেরদৌস আরা। অসংখ্য নজরুল সঙ্গীত তাঁর কণ্ঠে জনপ্রিয়তা পেয়েছে। নজরুল সঙ্গীতকে বিশ্বের দরবারে তুলে ধরতেও রয়েছে তাঁর ব্যাপক অবদান। অনেক দেশেই তিনি নজরুল সঙ্গীতকে পৌছিয়ে দিয়েছেন। নজরুল সঙ্গীতচর্চায় বাংলাদেশের এই গুণী শিল্পী খুব অল্প সময়ের মধ্যে সাফল্যের দেখা পান। সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছেন আজও। ১৯৭৩ সাল থেকে শুরু করেন গানের ভুবনে পদচারণা। সঙ্গীতচর্চার শুরু থেকেই বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী তিনি। ফেরদৌস আরা নজরুল সঙ্গীতশিল্পী হলেও সব ধরনের গানই তিনি ভালো গাইতে পারেন। আজ ফেরদৌস আরা’র শুভ জন্মদিন। তার জন্মদিনে রইলো শুভেচ্ছা ও অভিনন্দন।
অলংকরন – মাসরিফ হক।