– সালমা আক্তার।
যুগ যুগ ব্যাপি বাঙালির গানের কথা, সাধকের প্রাণের কথা, সুরের মূর্ছনায় বের হয়ে এসেছে বাউলের একতারা, দোতরার তালে তালে, নিজেকে চেনা, পরম প্রেমে মগ্ন মানব আত্মা বাউল রূপে পথে, ঘাটে, মাঠে, জঙ্গলে ছুটেছে সাধনা টানে, গানে গানে। আত্ম অনুসন্ধানী প্রাণের ব্যাকুলতাকে দর্শক মহলে পৌঁছে দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ৬৪ জেলায় অনুষ্ঠিত হচ্ছে দেশব্যাপী বটতলা কেন্দ্রীক বাউল গানের আসর ২৩ এপ্রিল ২০১৯, বিকাল ৪টা বটতলা, রেলওয়ে স্টেশন, ফুলতলী মোড় জেলা শিল্পকলা একাডেমি, জয়পুরহাট বটতলা, কুষ্টিয়া পৌরসভা চত্বর, কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি, কুষ্টিয়া বটতলা, সাবদি বাজার, বন্দর, নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি, নারায়ণগঞ্জ। বাউল গানের অনুসন্ধানী প্রাণ একবার ঘুরে আসতে পারেন, গানের আসরে, প্রাণের আসরে, বাউল গানের মেলায়।