– কবি ও কথাসাহিত্যিক রহমান ফাহমিদা।
‘তোমার জন্য কত পৃষ্ঠায় লিখি বল কাব্য
এক হৃদয়ে এত কৃত্তি কেমনে ধরে রাখব’-
অসাধারণ কাব্যিক কথা নিয়ে এই গানটি লিখেছেন বিশিষ্ট গীতিকার ফেরদৌস হোসেন ভুঁইয়া এই গানটির অসাধারণ সুর ও কম্পোজ করেছেন এবং কণ্ঠ দিয়েছেন বিশিষ্ট আধুনিক ও নজরুল সঙ্গীত শিল্পী শেলু বড়ুয়া নিজেই।
বিশিষ্ট সঙ্গীত শিল্পী শেলু বড়ুয়া বলেন,আমাদের অক্লান্ত প্রচেষ্টায় তৈরি আমাদের এই গানটি শ্রদ্ধাভরে নিবেদন করেছি আমাদের সবার প্রিয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে। তাই আমরা গর্বিত ও আনন্দিত কারণ এর চেয়ে বড় আনন্দ আর গর্বের বিষয় আর কি হতে পারে!
সকল দর্শক শ্রোতাকে সঙ্গীত শিল্পী শেলু বড়ুয়া আজ (১৫ আগস্ট) দশটার ইংরেজি সংবাদের পরে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতীয় শোক দিবসের বিশেষ আয়োজনে এই গানটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আশা করছেন এই গানটি সকলের খুব ভালো লাগবে। তিনি আরও জানান, এই অনুষ্ঠানে শেলু বড়ুয়ার সাথে সঙ্গীত জগতের বিভিন্ন ক্ষেত্রের আরও অনেক বিশিষ্ট শিল্পীবৃন্দ অংশগ্রহণ করেছেন।
সঙ্গীতাঙ্গনের পক্ষ থেকে আজ এই শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধুর জন্য রইল অসীম শ্রদ্ধা ও ভালোবাসা এবং সেইসাথে শেলু বড়ুয়াসহ বিটিভিতে এই অনুষ্ঠানে অংশগ্রণকারি সকল শিল্পীবৃন্দের জন্য শুভকামনা।