Tuesday, October 21, 2025

এ সপ্তাহে প্রিয় তারকা – অনিতা…

আমাদের দেশের সঙ্গীত তারকাদের অনেক অনেক মজার সব তথ্য বা তাদের পছন্দ, অপছন্দ নিয়ে তারকাদের তুলে ধরা হয় এই বিভাগে। আশাকরি আপনাদের পছন্দের প্রিয় তারকার এই সব তথ্য নিশ্চয়ই আপনাকে আন্দোলিত করবে বলে আমাদের বিশ্বাস। আসুন জেনে নেই এ সপ্তাহের প্রিয় তারকার সম্পর্কে –

নাম : অনিতা।
গান করি : আধুনিক, কনটেম্পোরারি, সেমি ক্ল্যাসিকাল, ফিউসন, রক ইত্যাদি।
বাজাই : হারমোনিয়াম।
জন্ম তারিখ : ১৪ই অগোষ্ট।
জন্ম স্হান : ঢাকা।
রাশি : সিংহ।
প্রিয় শিল্পী : (দেশে) – রুনা লায়লা।
প্রিয় শিল্পী : (বিদেশে) – আঁশা ভোঁশলে, স্টিং।
প্রিয় ব্যান্ড : (দেশে) – নগরবাউল এবং এলআরবি।
প্রিয় ব্যান্ড : (বিদেশে) – দ্যা পুলিশ, ইউরায়া হিপ, ডিপ পার্পেল, গানস এন রোজেস আরও অনেক।
প্রিয় গান : যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে.. (রবীন্দ্র সঙ্গীত)।
প্রিয় রং : লাল।
প্রিয় ফুল : গোলাপ।

স্বপ্ন স্হান : বাড়ি।
আমার লক্ষ্য : হাসি খুশী এবং ভাল থাকা।
আমার দুঃখ : আমার শক্তি।
ভয় পাই : নিজেকে।
সবচেয়ে ভালবাসি : নিজেকে (হা হা হা)।
সবচেয়ে ঘৃনা করি : দুমূখী মানুষদের।
সবচেয়ে বড় বন্ধু : আল্লাহ্।
সবচেয়ে বড় শত্রু : সন্দেহ।
আমার কাছে ভালবাসা : অসাধারন এক অনুভূতি যা বাঁচতে শেখায়।
আমার কাছে সৌন্দর্য : সরলতা।

অলংকরন – গ্লামার ওয়ার্ল্ড…

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

betwinner melbet megapari megapari giriş betandyou giriş melbet giriş melbet fenomenbet 1win giriş 1win 1win