আমাদের দেশের সঙ্গীত তারকাদের অনেক অনেক মজার সব তথ্য বা তাদের পছন্দ, অপছন্দ নিয়ে প্রতি সপ্তাহে একজন তারকাকে তুলে ধরা হয় এই বিভাগে। আশাকরি আপনাদের পছন্দের প্রিয় তারকার এই সব তথ্য নিশ্চয়ই আপনাকে আন্দোলিত করবে বলে আমাদের বিশ্বাস। আসুন জেনে নেই এ সপ্তাহের প্রিয় তারকার সম্পর্কে –
নাম : সিকান্দার বাদশা বুলবুল।
ডাক নাম : বুলবুল।
ভক্তরা যে নামে ডাকে : বাদশা বুলবুল।
পিতার নাম : রফীকুল ইসলাম।
ভাই/বোন : ৩ ভাই ও ৩ বোন।
পড়াশুনা : আইডিয়াল কলেজ।
পেশা : গান।
অন্যান্য যোগ্যতা : গীটার,হারমোনিয়াম,কীবোর্ড,বাঁশি, তবলা বাদক, সুরকার।
প্রেম : সহধর্মীনি।
বিয়ে, ছেলেমেয়ে : ১ ছেলে এবং ৩ মেয়ে।
সঙ্গীতে কবে থেকে হাতেখড়ি : ১৯৭৩ সালে মায়ের হাতে।
সঙ্গীতে আসার পেছনে কার অনুপ্রেরণা দোলা দেয় : গর্ভধারীনি মা।
প্রথম ব্যান্ড : পাবনার সঞ্চারী শিল্পী গোষ্ঠী।
সাম্প্রতিক ব্যান্ড : নেই।
গান করি : সবধরনের তবে মনের ভালোলাগার ওপর বেশী গুরুত্ব দিই।
বাজাই : গান সম্পর্কিত সব ধরনের যন্ত্র।
জন্ম তারিখ : ২০ ফেব্রুয়ারি।
জন্ম স্হান : পাবনা।
রাশি : মীন।
প্রথম স্টেজ পারফর্ম : মায়ের সাথে একটি স্টেজ শো’তে।
প্রথম এ্যালবাম : “বুকের কাছাকাছি ” ১৯৮৮ সালে ।
এ্যালবাম সংখ্যা : ১৭ টি ।
সর্বপ্রথম : বাংলাদেশ টেলিভিশনে,১৯৭৭ সালে।
সর্ব প্রথম মিডিয়ার সামনে : বাংলাদেশ টেলিভিশন,১৯৭৭ সালে।
নিজ ব্যান্ড বা নিজের প্রিয় গান : নেই,সবধরনের গান।
কোন পুরষ্কার : ১৯৭৯ প্রথম শিশুতোষ পুরষ্কার,জাতীয় পুরষ্কার।
প্রিয় ব্যাক্তি : মা।
প্রিয় ব্যাক্তিত্ত্ব : মা।
প্রিয় শখ : গান শোনা,প্রকৃতি দেখা।
পছন্দের খাওয়া : ভুনা খিঁচুড়ি এবং গরুর মাংস।
প্রিয় পোশাক : প্যন্ট-শার্ট (বিশেষ করে কালো রং এর)।
প্রিয় পারফিউম : টমফোর্ড।
প্রিয় খেলা : ব্যাটমিন্টন
প্রিয় বই (দেশ/বিদেশ): গীতাঞ্জলী।
প্রিয় পত্রিকা : সব পত্র-পত্রিকা।
প্রিয় ম্যাগাজিন : সব ধরনের ম্যাগাজিন।
প্রিয় চ্যানেল : সব চ্যানেল।
চ্যানেলের প্রিয় অনুষ্ঠান : গানের লাইভ অনুষ্ঠান।
প্রিয় শিল্পী : (দেশে) – আব্দুল হাদী,এন্ড্রু কিশোর,সামিনা।
প্রিয় শিল্পী : (বিদেশে) -মান্না দে,হেমন্ত।
প্রিয় ব্যান্ড : (দেশে) – এল আর বি।
প্রিয় ব্যান্ড : (বিদেশে) – দেখা হয়না।
প্রিয় মিউজিশিয়ান (দেশ/বিদেশ): আইয়ুব বাচ্চু, রবি শঙ্কর, শিব কুমার।
প্রিয় অভিনেতা (দেশ/বিদেশ): জাফর ইকবাল, অমিতাভ বাচ্চন, দিলীপ কুমার।
প্রিয় অভিনেত্রী (দেশ/বিদেশ): কবরী, ববিতা, জয়া ভাদুরী,সুচিত্রা সেন
প্রিয় গান : সব ধরনের বাংলা গান।
প্রিয় রং : কালো।
প্রিয় ফুল : হাসনাহেনা।
প্রিয় বেড়ানোর জায়গা : সমুদ্র সৈকত।
স্বপ্ন স্হান : সুইজারল্যান্ড।
আমার লক্ষ্য : গানের সমুদ্রে ডুব দিতে না পারলেও,তীরে পা ভেজানো।
অপূর্ণ ইচ্ছা : ভালো শিল্পী হওয়া,মন ভরে গান গাওয়া।
নতুনদের জন্য কোন উপদেশ : অনেক গান শুনতে হবে, গানের গোড়া শক্ত করতে হবে এবং সর্বপরি চর্চা করতে হবে।
আমার দুঃখ : আর এক বার জন্ম নিয়ে সুরের আরো কাছাকাছি যদি যেতে পারতাম।
ভয় পাই : যদি কখোনো গানের কন্ঠ নষ্ট হয়ে যায়।
এড়িয়ে চলি : স্বার্থপর মানুষ।
আনন্দের স্মৃতি : ভালো সংবাদ,ভালো গানের সুর,নিজের করা সব গানের স্মৃতি ।
জীবনটা যেমন : সাধারন,সাবলীল।
বিশেষ কৃতজ্ঞতা : মায়ের কাছে।
গর্ব হয় : মাকে নিয়ে।
ভবিষ্যতে হবো : এদেশে গান এবং সর্বপ্রকার বাদ্যযন্ত্র শেখানোর বিদ্যালয় প্রতিষ্ঠাতা।
আবার জন্ম নিলে যা হতে চাইবো : গায়ক।
এখন যাদের সম্ভাবনা বলে মনে হয় : অনেকেই আছে।
ভক্তরা আমার সাথে যে ভাবে যোগাযোগ করবে : ইউটিউব।
প্রথমদিন স্টুডিওতে গান করার অনুভূতি : ছোটবেলায় প্রথম গান ও পারফর্মেন্স করতে ভয় করেছিল।
প্রিয় গানের দু’টি লাইন যা আপনাকে প্রেরনা বা দোলা দেয় : “যে আমায় দুঃখ দিল,সে যেন চির সুখী হয়”।
সবচেয়ে ভালবাসি : আমার মাকে।
সবচেয়ে বড় বন্ধু : গান।
সবচেয়ে বড় শত্রু : নেই।
আমার কাছে ভালবাসা : আমার মা,সহধর্মিনী,ছেলে-মেয়ে।
আমার কাছে সৌন্দর্য : সুন্দর মনের মানুষ।
যেসব দেশে কনসার্ট করেছেন এবং ঘুরেছেন : নায়াগ্রা ফল,সুইজারল্যান্ড।
তথ্য সংগ্রহ – ফাহমিদা আলম