আমাদের দেশের সঙ্গীত তারকাদের অনেক অনেক মজার সব তথ্য বা তাদের পছন্দ, অপছন্দ নিয়ে প্রতি সপ্তাহে একজন তারকাকে তুলে ধরা হয় এই বিভাগে। আশাকরি আপনাদের পছন্দের প্রিয় তারকার এই সব তথ্য নিশ্চয়ই আপনাকে আন্দোলিত করবে বলে আমাদের বিশ্বাস। আসুন জেনে নেই এ সপ্তাহের প্রিয় তারকার সম্পর্কে –
নাম : ফেরদৌস ওয়াহিদ।
ডাক নাম : আকাশ।
ভক্তরা যে নামে ডাকে : ফেরদৌস ওয়াহিদ।
পিতার নাম : মরহুম ওয়াহিউদ্দিন আহমেদ।
ভাই/বোন : ৬ ভাই, ৩ বোন।
পড়াশুনা : বাংলাদেশ এবং কানাডা।
পেশা : গায়ক।
প্রেম : সহধর্মিণী।
বিয়ে : ১ ছেলে।
সঙ্গীতে কবে থেকে হাতেখড়ি : ৮ম শ্রেণী থেকে।
সঙ্গীতে আসার পেছনে কার অনুপ্রেরণা দোলা দেয় : বাবা, মা।
প্রথম ব্যান্ড : স্পন্দন, উচ্চচারণ।
গান করি : ভাল লাগে পল্লীগীতি কিন্তু গাই আধুনিক সঙ্গীত।
বাজাই : হারমনিয়াম, গীটার।
জন্ম তারিখ : ২৬ শে মার্চ।
জন্ম স্হান : ঢাকা।
রাশি : মীন।
প্রথম স্টেজ পারফর্ম : বি টি ভি তে, ১৯৭২ সালে।
প্রথম এ্যালবাম : মিক্সড এ্যালবাম, ১৯৭৩ সালে।
এই পর্যন্ত এ্যালবামের সংখ্যা : ২৩ টি।
নিজের প্রিয় গান : এমন একটা মা দেনা।
কোন পুরষ্কার : সি জি এস পি পুরষ্কার এবং ভক্তদের ভালোবাসা ।
প্রিয় ব্যাক্তি : বাবা, মা।
প্রিয় ব্যাক্তিত্ত্ব : বাবা,মা।
প্রিয় শখ : গ্রামে থাকা।
পছন্দের খাওয়া : ফ্রেশ ইলিশ, চিংরি, কই।
প্রিয় পোশাক : টি- শার্ট, জিন্স ।
প্রিয় গাড়ি : টয়োটা এবং ফেরারি।
প্রিয় পারফিউম : চ্যানেল ৫।
প্রিয় খেলা : ক্রিকেট , ফুটবল ।
প্রিয় খেলোয়াড় : মুশফিকুর রাহিম, মুস্তাফিজ , সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার , ।
প্রিয় বই (দেশ/বিদেশ): শরতের বই।
প্রিয় পত্রিকা : দৈনিক যুগান্তর, দৈনিক বাংলাদেশ প্রতিদিন।
প্রিয় ম্যাগাজিন : আনন্দ বিচিত্রা।
প্রিয় চ্যানেল : এন টিভি, এ টি এন টিভি, চ্যানেল আই, গান বাংলা।
চ্যানেলের প্রিয় অনুষ্ঠান : তৃতীয় মাত্রা।
প্রিয় শিল্পী :মাইকেল জ্যাকসন।
প্রিয় মিউজিশিয়ান (দেশ/বিদেশ): হাবিব।
প্রিয় অভিনেতা (দেশ/বিদেশ): রাজ্জাক।
প্রিয় অভিনেত্রী (দেশ/বিদেশ): শাবানা।
প্রিয় গান : এই যে দুনিয়া কিসেরো লাগিয়া।
প্রিয় রং : আকাশী নীল।
প্রিয় ফুল : গোলাপ।
প্রিয় বেড়ানোর জায়গা : সিঙ্গাপুর।
স্বপ্ন স্হান : সিঙ্গাপুর।
আমার লক্ষ্য : আমার লক্ষ অবশ্যই আছে তবে তা আমি এখন বলবোনা।
অপূর্ণ ইচ্ছা : সৎ পুরুষ হতে পারিনি।
নতুনদের জন্য কোন উপদেশ : সাধনা করে যেতে হবে।
আমার দুঃখ : মনের মত বউ পেলাম না।
ভয় পাই : আল্লাহ্ কে ।
এড়িয়ে চলি : ধোঁকা বাজদের ।
আনন্দের স্মৃতি : প্রেমের মুহূর্ত।
বেদনার স্মৃতি: ভাল বেসে যখন কেউ ছেড়ে ছলে যায়।
জীবনটা যেমন : সৎ পুরুষ হিসেবে কাটাতে চাই।
বিশেষ কৃতজ্ঞতা : বাবা মায়ের কাছে।
গর্ব হয় : বাবা মাকে নিয়ে
আবার জন্ম নিলে যা হতে চাইবো : বট গাছ।
এখন যাদের সম্ভাবনা বলে মনে হয় : এই মুহূর্তে হাবিব, খন্দকার বাবু।
ভক্তরা আমার সাথে যে ভাবে যোগাযোগ করবে : ফেসবুক এবং ইউ টিউব এ আসছি শীঘ্রই ।
প্রথমদিন স্টুডিওতে গান করার অনুভূতি : অদ্ভুত।
প্রিয় গানের দু’টি লাইন যা আপনাকে প্রেরনা বা দোলা দেয় : এমন একটা মা দেনা।
সবচেয়ে ভালবাসি : বাবকে এবং মাকে।
সবচেয়ে ঘৃনা করি : ধোঁকা বাজদের ।
সবচেয়ে বড় বন্ধু : সহধর্মিণী।
সবচেয়ে বড় শত্রু : নেই।
আমার কাছে ভালবাসা : কঠিন
আমার কাছে সৌন্দর্য : সুন্দর মনের মানুষ।
দেশে আপনি কোন্ স্থানটি পছন্দ করেন কনসার্টের জন্য (শহরে/জেলা) : বাংলাদেশের যে কোনো স্থান ।
যেসব দেশে কনসার্ট করেছেন এবং ঘুড়েছেন – অগনিত দেশে।
তথ্য সংগ্রহ – ফাহমিদা আলম
অলংকরন – গোলাম সাকলাইন…