পপ তারকা জাস্টিন বিবার বাবা হলেন…

– হৃদয় হাসান।

ওহ ওয়ে ওহ ওয়ে ওহ ওয়ে ওহ
আই এম দ্যা ওয়ান
ওহ ওয়ে ওহ ওয়ে ওহ ওয়ে ওহ
আই এম দ্যা অনলি ওয়ান।
আই এম দ্যা ওয়ান দ্যাট
হিট দ্যাট সাম’স স্পট
সি দ্যা ওয়ান দ্যাট ব্রিং দেম রেইনড্রোপ’স
উই গো ব্যাক রিম্বেবার ক্রিস ক্রস হসস্পস

জনপ্রিয় এই গানটি গেয়েছেন কানাডিয়ান শিল্পী জাষ্টিন বিবার। ইংলিশ গানের জগতে মাইকেল জ্যাকসনের পরেই আসে তার নাম। একেকটি গান জনপ্রিয়তার তুংগে। ৩০ বছর বয়সি এই গায়ক গানের মাধ্যমে নিজেকে বিখ্যাত করে তুলেছেন। তবে জীবনের প্রথম স্টেজে যদিও জীবনটা সফল, কিন্তু দ্বিতীয় স্টেজ মানে বিবাহিত জীবনে তিনি সফলতা পেতে সময় নিয়েছেন ৬ বছর। দীর্ঘ ৬ বছর হয় জাস্টিন বিবার বিয়ে করেছেন। বিবাহিত জীবনের সফলতা হলো সন্তানের বাবা/মা হওয়া। আর সেটাই তিনি এবার হয়েছেন।

তার স্ত্রী হেইলি বিবারের প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়। আর সেই খুশির খবরটা নিজেই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সবার সঙ্গে শেয়ার করে নিলেন। ছেলের বাবা হওয়ায় জাস্টিন ভীষণ খুশি হয়েছেন। আর সেই খুদের পায়ের পাতার ছবিই তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেছেন, বাড়িতে তোমায় স্বাগত জানাচ্ছি জ্যাক ব্লুজ বিবার। তার ছেলের নাম রাখা হয়েছে জ্যাক ব্লুজ বিবার। তবে এই খবরটা তিনি কিছুদিন আগে অর্থাৎ মে মাসের দিকে জানিয়েছিলেন যে তিনি বাবা হতে যাচ্ছেন। সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে সেই সময় একটি পোষ্টের মাধ্যমে উচ্ছ্বসিত হয়ে জানান তিনি বাবা হচ্ছেন আর হেইলি হচ্ছেন মা। এখন তারা তাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছেন।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles