asd
Monday, December 2, 2024

আজ সঙ্গীতশিল্পী ইলা বসু’র প্রয়ান দিবস…

– মারজানা শেখ।

ইলা বসু ছিলেন একজন ভারতীয় বাঙালি জনপ্রিয় সঙ্গীতশিল্পী যিনি মূলত বাংলা আধুনিক গান ও নজরুলগীতিতে বিশেষ অবদান রেখেছেন। আজ তার বিদায়ী দিন। ১৯৩৬ সালের ১০ই আগষ্ট তিনি মৃত্যুবরণ করেন। ইলা বসুর জন্ম ব্রিটিশ ভারতের হাওড়ার এক সাঙ্গীতিক পরিবারে। মাত্র সাত বৎসর বয়সে এলাহাবাদে আয়োজিত সর্বভারতীয় সঙ্গীত সম্মেলনে ধ্রুপদী সঙ্গীতে প্রথম স্থান অধিকার করেন। তিনি ননীগোপাল মিত্র ও পরে নজরুলগীতির প্রবাদপ্রতিম শিল্পী ধীরেন্দ্রচন্দ্র মিত্রের কাছে সঙ্গীতের শিক্ষা নেন।

আকাশবাণী কলকাতার নিয়মিত গায়ক হয়ে যান। বেতারের জনপ্রিয় মহিষাসুরমর্দিনী প্রভাতী অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন। ভজন, গজল, রাগপ্রধান ও নজরুলগীতিতে ছিল তার অবাধ বিচরণ। নজরুল ইসলামের রচনা ও সুরের যথার্থ মর্মবাণী তার অপূর্ব কণ্ঠ মাধুর্যে অসামান্য জনপ্রিয়তা লাভ করে। গৌর গোস্বামীর সুরে চাঁদ ডুবে যায় যাক না গানটি প্রথম গ্রামোফোন রেকর্ডে প্রকাশিত হয়।

বহু বাংলা এবং কিছু ওড়িয়া ও অসমিয়া চলচ্চিত্রে নেপথ্য সঙ্গীতে কণ্ঠদান করেছেন তিনি। প্রায় দু’শো গান গ্রামোফোন কোম্পানী রেকর্ড করেছেন। তার গাওয়া বিখ্যাত গানের মধ্যে আছে – কত রাজপথ জনপথ ঘুরেছি, গান ফুরালো জলসা ঘরে, ও কালো কোকিল তুমি আর ডেকো না, একটি দিনের চেনা, ওরে নীল যমুনার জল, আজো কাঁদে কাননে কোহেলিয়া, ঝরা ফুল দলে কে অতিথি, তোমার আঁখির কসম সখি। এসব গানের জন্য অনেক পুরুষ্কার ও অর্জন করেন। সঙ্গীতাঙ্গন এর পক্ষ থেকে তার বিদায়ী দিনে স্মৃতিচারণ।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles