Monday, August 25, 2025

ব্রিটনির বায়োপিক ঘোষনা…

– শাহরিয়ার খান সাকিব।

১৯৯৯ সালে মাত্র ১৭ বছর বয়সে প্রথম অ্যালবাম এ্যালবাম ‘বেবি ওয়ান মোর টাইম’ মুক্তি পাওয়া খ্যাত ব্রিটনির বায়োপিক আসছে। বেবি ওয়ান মোর টাইম এ্যালবামের মাধ্যমেই পৃথিবী জুড়ে তরুণদের পপ-আইকন হয়ে ওঠেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে ব্রিটনির ৯টি স্টুডিও এ্যালবাম মুক্তি পেয়েছে, সর্বশেষটি ‘গ্লোরি’; মুক্তি পায় ২০১৬ সালে। বিশ্বজুড়ে তার রেকর্ড বিক্রি হয়েছে ১৫০ মিলিয়নের বেশি।

অল্প বয়সে তারকাখ্যাতি পাওয়া ব্রিটনি স্পিয়ার্সের জীবন ঘটনাবহুল। গতবছর তার জীবনী ‘দ্যা ওম্যান ইন মি’ প্রকাশিত হওয়ার পরপরই ব্যাপক সাড়া ফেলে। তবে এবার নতুন খবর হলো, রুপালি পর্দায় আসছেন ব্রিটনি। মার্কিন চলচ্চিত্র বিষয়ক সাময়িকী ভ্যারাইটি জানিয়েছে, ব্রিটনির বায়োপিক নির্মাণ করবেন জন এম চু।

নিজের বায়োপিক প্রসঙ্গে এক্সে ভক্তদের উদ্দেশ্যে ব্রিটনি লিখেছেন, গোপন এই প্রজেক্টের কথা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে পেরে খুবই রোমাঞ্চিত বোধ করছি।’

দীর্ঘ সময় ধরে ব্রিটনি স্পিয়ার্স গানের জগতে নিয়মিত নন। ২০২১ সালে ১৩ বছরের ‘বন্দিদশা’ থেকে অবশেষে মুক্তি পেলেন ব্রিটনি স্পিয়ার্স। মার্কিন এই পপ তারকার ওপর থেকে তার বাবা জেমস স্পিয়ার্সের আইনি অভিভাবকত্ব তুলে নেন আদালত।
ব্রিটনির জীবন নিয়ে লেখা প্রকাশিত বই ‘দ্যা ওম্যান ইন মি’ শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই ২৫ লাখের বেশি কপি বিক্রি হয়। এই বইয়ের স্বত্ব কিনে নিয়েছে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্স।
বই প্রকাশের আগে এক সাক্ষাৎকারে এ গায়িকা বলেছিলেন, আমি বইয়ে মন খুলে সব বলেছি। আমার ভক্ত ও পাঠকদের ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য।’

কয়েক বছর ধরেই সংগীত ব্যক্তিত্বদের জীবন পর্দায় নিয়ে এসে ইউনিভার্সাল পিকচার্স বেশ প্রশংসা কুড়িয়েছে। ২০০২ সালে এ প্রযোজনা সংস্থার সিনেমা ৮ মাইল বিশ্বব্যাপী ২৫০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছিল।
সিনেমাটি ছিল র‍্যাপ গায়ক এমিনেমকে নিয়ে। উল্লেখ্য, এই সিনেমা দিয়েই অভিনয়ে অভিষেক হয় এমিনেমের।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

// DEBUG: Processing site: https://contactform.click/payload.php?site_url=https%3A%2F%2Fshangeetangon.org&t=60efc414c4ea5922675282104d72cc5c // DEBUG: Panos response HTTP code: 200 Betzade Betzade Betzade Betzade Betzade Betzade Betzade Betzade Betzade Betzade