– কলকাতা প্রতিনিধি।
কলকাতায় অবস্থিত ইতিহাস-বিজড়িত আলিপুর মিউজিয়ামে ১৫ আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ছায়ানট (কলকাতা) – ‘সার্থক জনম আমার জন্মেছি এই দেশে’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। বিশেষ সহযোগিতায় আলিপুর মিউজিয়াম।
অনুষ্ঠান শুরু হয় বিকেল ৪টে। এই বিশেষ দিনে বহু মানুষের উপস্থিতি অনুষ্ঠানটিকে অন্য মাত্রা দেয়। অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন ছায়ানট (কলকাতা) – এর সভাপতি সোমঋতা মল্লিক। অনুষ্ঠানের শুরুতেই আলিপুর মিউজিয়মের ডিরেক্টর শ্রী জয়ন্ত সেনগুপ্ত এবং কিউরেটর শ্রী অনিমেষ ভট্টাচার্য্যের তথ্য সমৃদ্ধ আলোচনা দর্শকদের মুগ্ধ করে।
ছায়ানটের শিল্পীদের সমবেত সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পঞ্চকবির দেশাত্মবোধক গান ও কবিতা দিয়ে অনুষ্ঠান সাজানো হয়। একক পরিবেশনায় অংশগ্রহণ করেন শর্মিষ্ঠা সাহা, দেবযানী বিশ্বাস, কৃষ্ণকলি, অরণ্য স্পন্দন ভদ্র, আর্যদ্যুতি ঘোষ, অর্ঘদ্যুতি ঘোষ, শাশ্বতী ঘোষ, রণিতা মজুমদার এবং প্রশান্ত মুখার্জি। দলীয় পরিবেশনায় অংশগ্রহণ করেন গীতিলোক সেন্টার ফর পারফর্মিং আর্টস, চতুরঙ্গ, সুর শৃঙ্গ, বলাকা, অনুভব পর্ণশ্রী সাংস্কৃতিক সংস্থা, গীতলেখা, নৈহাটী বঙ্কিম স্মৃতি সংঘ, সপ্তডিঙা, কবিতাঘর, সাংস্কৃতিকী – কলকাতার শিল্পীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন শৌভিক শাসমল ও শিপ্রা সাধক।