asd
Monday, November 18, 2024

বাবাকে নিয়ে নকশীকাঁথার গান…

– প্রেস রিলিজ।

বিশ্ব বাবা দিবস ২০২৩ উপলক্ষে ‘বাবা’ শিরোনামে একটি গানের ভিডিও নিজেদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে প্রকাশ করেছে নকশীকাঁথা ব্যান্ড। প্রতি বছর জুনের তৃতীয় রোববার বিশ্ব বাবা দিবস পালিত হয়। সেই হিসেবে এ বছর দিবসটি পালিত হবে ১৮ জুন।

নিজের লেখা ও সুরে ‘বাবা’ গানটি গেয়েছেন নকশীকাঁথা ব্যান্ডের ভোকালিস্ট সাজেদ ফাতেমী। কম্পোজিশন করেছেন ব্যান্ডের অন্যতম সদস্য রোমেল হাসান। এ বছর জানুয়ারিতে ১৭ বছরে পা দিয়েছে নকশীকাঁথা।
নকশীকাঁথার প্রতিষ্ঠাতা ও গায়ক সাজেদ ফাতেমী বলেন, বাবাকে নিয়ে আমার নিজের লেখা ও সুরে এ পর্যন্ত ১০টি গান আছে, যেগুলো দেশের বিখ্যাত শিল্পীরা গেয়েছেন। তবে বাবাকে নিয়ে ব্যান্ডের জন্য এটাই প্রথম গান। আশা করি, সবার ভালো লাগবে।

নকশীকাঁথার লাইন আপ-সাজেদ ফাতেমী (গায়ক ও পার্কাশন বাদক), জে আর সুমন (লিড গিটার, রাবাব ও ম্যান্ডোলিন), বুলবুল (কাহন, ঢোল ও তবলা), রোমেল (কি-বোর্ড ও মেলোডিকা) এবং ফয়সাল (বেইজ গিটার)।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

18,780FansLike
700SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles