– প্রেস রিলিজ।
ঈদ উল ফিতর ২০২৩ উপলক্ষে মিউজিক অফ বেঙ্গল এর ব্যানারে শিল্পী কামাল আহমেদ এর মিউজিক ভিডিও ‘আমি যদি সূর্য হতাম’ প্রকাশিত হলো। ২১ই এপ্রিল ২০২৩ সন্ধ্যা ৭টায় চাঁদ রাতে মিউজিক অফ বেঙ্গল এর ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এই মিউজিক ভিডিওর প্রকাশনা সম্পন্ন করা হয়। এই মিউজিক ভিডিও গানটির কথা লিখেছেন- প্রসেনজিৎ ওঝা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন- আলী আকবর রুপু, মডেল হিসেবে অংশগ্রহণ করেছেন- শামামা তাহমিদ, চিত্রগ্রহণ – ইয়াসিন বিন আরিয়ান এবং পরিচালনায়: রুবেল রহমান।
সঙ্গীত শিল্পী কামাল আহমেদের বড় পরিচয় তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক পদে কর্মরত রয়েছেন। সরকারি চাকুরীকে ছাপিয়ে তিনি সঙ্গীতে হয়েছেন ঋদ্ধ। সঙ্গীতের সব শাখাতেই তার বিচরণ রয়েছে। গানের সুন্দরকে সঙ্গে নিয়ে শিল্পী কামাল আহমেদ সাধনা করে চলেছেন।